সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা-বরিশাল ব্রিজের পর ভোলা-লক্ষ্মীপুর ব্রিজও নির্মাণ করা হবে: তোফায়েল আহমেদ

ভোলা-বরিশাল ব্রিজের পর ভোলা-লক্ষ্মীপুর ব্রিজও নির্মাণ করা হবে: তোফায়েল আহমেদ

ভোলা-বরিশাল ব্রিজের পর ভোলা-লক্ষ্মীপুর ব্রিজও নির্মাণ করা হবে: তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, খুব শিগগিরই ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের কাজ দৃশ্যমান হবে। ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইর কাজ শেষ হয়েছে। তিনি বলেন, ভোলা-বরিশাল ব্রিজ হলে দেশের মূল ভূখণ্ডের সাথে ভোলা সমৃক্ত হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ‘ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এ সময় তোফায়েল আরো বলেন, ভোলা-বরিশাল ব্রিজের পর ভোলা-লক্ষ্মীপুর ব্রিজও নির্মাণ করা হবে। তখন চট্রগ্রাম থেকে লক্ষ্মীপুর হয়ে সড়ক পথে ভোলা হয়ে বরিশাল দিয়ে পটুয়াখালীর পায়রা বন্দর এবং খুলনার মংলা বন্দর পর্যন্ত সংযোগ স্থাপন হবে। অনুষ্ঠানে সেতু সচিব মো: বেলায়েত হোসেন বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ কঠিন হলেও অসম্ভব নয়।

২০২১ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৫ সালের মধ্যে কাজ সম্পন্ন করার কথা রয়েছে। তিনি জানান, ভোলা-বরিশাল ব্রিজ হবে প্রায় ১০ কিলোমিটার। এরমধ্যে বরিশালের কালাবদর নদীর উপর প্রায় সাড়ে ৩ কিলোমিটার এবং ভোলার তেতুলিয়া নদীর উপর দেড় কিলোমিটার মূল সেতু নির্মাণ হবে।

এ ছাড়া মধ্যবর্তী চরগুলোতে ছোট ছোট পিলারের উপর সেতু থাকবে। সেতুর ব্যাপারে আগামী সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হবে বলেও জানিয়েছেন সেতু সচিব।

ভোলার জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, খাদ্য সচিব মো: সাহাবুদ্দিন আহমেদ, ভূমি সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার। পরে তোফায়েল আহমেদ, সেতু সচিবসহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে তেতুলিয়া নদীর তীরে ভোলা-বরিশাল ব্রিজের সম্ভাব্য সাইট পরিদর্শন করেন।

আরো পড়ুন:

সকল সমুদ্র বন্দরের সংযোগ নেটওর্য়াক হতে পারে ভোলা-লক্ষ্মীপুর সেতু

 

যাতায়াত | পরিবহন আরও সংবাদ

শুরু হয়েছে ঢাকা-লক্ষ্মীপুর সরাসরি লঞ্চ | সময় সূচী, ভাড়া ও দূরত্ব কেমন হবে?

লক্ষ্মীপুরের মতিরহাটে নতুন লঞ্চঘাটের অনুমোদন

মজুচৌধুরীরহাট ঘাটের ৩ স্পীড বোট চালকের ৬০ হাজার জরিমানা

বৃহস্পতিবার থেকে জেলার ভেতর লোকাল বাস চলবে

বিকল্প পথে সিএনজি যোগে ৪ ঘন্টায় ঢাকায় আসা যাওয়া করছে লক্ষ্মীপুরবাসী

ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ চলাচলের জন্য নদী ড্রেজিং কাজ শুরু

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com