১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরসহ বাংলাদেশের উপকূলীয় জেলা সমূহে অধিক জোয়ারের আশংকা রয়েছে। এ তথ্য জানিয়েছে জোয়ার-ভাটা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টাইড ফোরকাস্ট।
টাইড ফোরকাস্ট জানিয়েছে, ১৭ সেপ্টেম্ব অমাবস্যা এবং তার একদিন আগে এবং পরে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃহত্তম নোয়াখালী ( নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী) জেলায় সবোর্চ্চ জোয়ার হবে বিকেলে প্রায় সাড়ে চারটায়। এ সময় জোয়ারের উচ্চতা হতে পারে ২ দশমিক ৩ মিটার বা ৭ দশমিক ৫৪ ফুট।
অন্যদিকে গত ৫ আগষ্ট থেকে বেশ কয়েকবার নোয়াখালী উপকূলে সর্বোচ্চ জোয়ারে ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে ২১ আগস্টের জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং রায়পুর উপজেলার মেঘনা তীরবর্তী অন্তত ৬০ কিমি এলাকা প্লাবিত হচ্ছে। এসময় বহু এলাকা প্রায় ৫-৬ ফুট পানির নিচে তলিয়ে যায়। জোয়ারে চার উপজেলার অন্তত ৩০-৪০টি গ্রামে ফসল, রাস্তাঘাট, ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
1.5KShare