লক্ষ্মীপুরের কমলনগরে জেলে, অসহায় পরিবারকে খাবার উপহার দিয়েছে লক্ষ্মীপুর জেলার তরুণদের সংগঠন ‘লক্ষ্মীতারুণ্য’। ইলিশ ধরার নিষেধাজ্ঞা ও করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া উপজেলার চর মার্টিন, চর কালকিনি এবং চর লরেন্স ইউনিয়নের ৭০টি পরিবারকে এ খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
শনি ও রবিবার (২-৩রা মে) মেঘনাপাড়ের বাত্তিরখাল পাড় ও উত্তর চর লরেন্স গ্রামে এ খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী পেয়ে খুশি জেলে ও অসহায় পরিবারের লোকজন।
মেঘনার জেলে আব্বাস মাঝি(৩৫) বলেন, গাঙে অভিযানের পর ভাইরাস আসছে। এর পর থেকে কাজ কাম সব বন্ধ অই গেছে। ওদিন আমরা সহায়তার দাবি জানিয়েছিলাম। এখন ‘লক্ষ্মীতারুণ্য’ আমাদের খাবার দিয়েছে। আমরা অনেক খুশি।’
জেলে সফিকুল ইসলাম(২৮) বলেন, আমাদের খবর কেউ রাখেনি। আমরা শাগ-লতা খেয়ে কোন রকোম দিন কাটাই। এর মাঝে যারা আমাদের জন্য খাবার দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই।
0Share