করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর থানার পুলিশ সদস্যদের জন্য ব্যক্তিগত সুরক্ষা পোশাক(পিপিই) দিয়েছে জেলার কৃতি তরুণদের সংগঠন ‘লক্ষ্মীতারুণ্য’।
সোমবার (১৮মে)সকালে পিপিই গ্রহণ করেন রামগতি-কমলনগর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার(এএসপি) মারুফা নাজনীন। লক্ষ্মাীতারুণ্যের পক্ষ থেকে পুলিশ সদস্যদের জন্য তার হাতে এ সুরক্ষিত পোশাক তুলে দেন লক্ষ্মীতারুণ্যের সদস্য ও ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এম আজিজুল হাকিম ভুঁইয়া।
সংগঠনটি জানায়, করোনা মহামারি প্রতিরোধে প্রথম সারিতে কাজ করছে পুলিশ। তাদের সম্মান জানিয়ে রামগতি ও কমলনগর থানার জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছে লক্ষ্মীতারুণ্য। যাতে করোনা প্রতিরোধে তারা যাতে ভালো ভূমিকা রাখতে পারে।
এ ছাড়াও সংগঠনটি জেলা সিভিল সার্জন অফিসে ১৪৮টি, রায়পুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ৪০টি, কমলনগর- রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫টি পিপিইসহ আরও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়। যা করোনা মোকাবেলায় ভূমিকা রাখবে।
0Share