লক্ষ্মীপুরের কমলনগরে স্কুল, কলেজ পড়ুয়াদের এগিয়ে নিতে মোটিভেশনাল অনুষ্ঠান করেছে উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (৬আগস্ট) সকালে উপজেলার চর মার্টিনের মুন্সিগঞ্জে আলোর অন্বেষা স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন চর মার্টিন ইউনিয়নের স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি ফরহাদের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস ইউ সোহাগ, তরুণ সাংবাদিক জুনাইদ আল হাবিব।
শিক্ষার্থীদের পড়াশুনা ও স্বপ্ন দেখিয়ে উদ্বুদ্ধ করতে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আনসার উদ্দিন মনির, অপরাধ বিজ্ঞান বিভাগের শোয়াইব হোসেন সোহাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাসুম বিল্লাহ আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জিল্লাল হোসেন সৌরভ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের হামিদুর রহমান প্রার্থন।
আরো উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার ইয়াসিন আরাফাত, আবু সোলাইমান সাকিব, আহম্মদ শরীফ, নাজিম উদ্দিন প্রমুখ।
উদ্যোক্তারা জানান, উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন ২০১৯ এর অক্টোবরে আলোকিত এক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সংগঠন।
0Share