`যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ২৩তম ক্যাম্পিং সম্পূর্ণ হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে আব্দুল হাদী কলেজ মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন জেলার বিপন্ন মানুষের পাশে থেকে গত চার বছর ধরে প্রায় ১ হাজার মুমূর্ষ রোগিদের রক্তদান, বিভিন্ন স্থানে ২২তম ফ্রি ব্লাড ক্যাম্পিং, শীত বস্ত্র, ঈদ সমগ্রী বিতরণ ও করোনাকালীন সময়ে নিম্মমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্যের জোগান দিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রান সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা পরিচালনা করে আসছে।
89Share