সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
“উপকূল বন্ধু” খ্যাত সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর জন্ম বার্ষিকী

“উপকূল বন্ধু” খ্যাত সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর জন্ম বার্ষিকী

0
Share

“উপকূল বন্ধু” খ্যাত সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর জন্ম বার্ষিকী

জুনায়েদ আল হাবিব:  ১ই ফেব্রুয়ারী উপকূল ঘুরে কর্মরত, উপকূল সন্ধানী সংবাদকর্মী ও “উপকূল বন্ধু” খ্যাত রফিকুল ইসলাম মন্টুর ৪৮তম জন্ম বার্ষিকী। ১৯৬৯ সালের এই দিনে উপকূলীয় জেলা বরগুনার এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বেড়ে উঠেছেন উপকূলের কাদামাটিতে, ভালোবাসেন উপকূলকে, ছোট বেলা থেকেই ভাবনা “উপকূল” নিয়ে। বরগুনা জেলা স্কুলে পড়াশুনার সুবাধে ১৯৮৪ সালে দেয়াল পত্রিকা সাপ্তাহিক “প্রগতি”র মাধ্যমে শুরু হয় লেখালেখিতে হাতেখড়ি।

পড়ালেখা করা অবস্থায়ও লিখেছেন দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈ-মাসিক এবং জেলা ও জেলার বাহিরের অসংখ্য পত্রিকায়। এমএ পাশ করার পর দেশের কয়েকটি পত্রিকায় সংবাদ লিখে পাঠক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেন তিনি। লিখেছেন বহু প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে। লেখা অব্যাহত অব্যাহত রয়েছে এখনো। মানুষের খবর তুলে ধরেন তার লেখায়। উপকূলের প্রান্তিকের কণ্ঠস্বরকে কেন্দ্রীয় গণমাধ্যমে তুলে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে ঘুমহীন জীবন তার। দিনের আলোতে তথ্যের সন্ধানে ঘুরে বেড়ান উপকূলের পথে পথে। সেই তথ্য সংগ্রহ করে বাস্তবে প্রতিফলন ঘটান কেন্দ্রীয় গণমাধ্যমে।

পশ্চিমে সাতক্ষীরার শ্যামনগর থেকে পূর্ব দিকে টেকনাফের শাহপরী দ্বীপ পর্যন্ত তথা দীর্ঘ এই ৭১০ কিলোমিটার তটরেখায় মধ্যে ছুটে চলেন বছরের অধিকাংশ সময়। অব্যাহত রয়েছে, উপকূলের অন্ধকারকে প্রকাশের আলোয় এনে নীতিনির্ধারণ আর উন্নয়নে সহযোগীতা করার। প্রান্তিকের সংবাদ লিখে জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়ে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। এই গবেষণা চলছে উপকূল বিষয়ে, পরিবর্তনের সঙ্গে নিয়মিত ছুটে চলছেন প্রান্তিকের দূর্গম পথে। কখনো লঞ্চ-স্টিমার, কখনো নৌকা আর ফেরী, কখনোওবা বাস কিংবা বিভিন্ন যানবাহনে করে প্রান্তিকে ছুটে চলা তার। কখনো দূর্গম চর, বিচ্ছিন্ন দ্বীপ, অনগ্রসর কিংবা বিপন্ন জনপদের পানিতে ভিজে সংগ্রহ করেন কাঙ্খিত তথ্য। আর সেই তথ্যের আলোকে প্রতিবেদন লিখে সাড়া জাগান পাঠক মহলে। খবর শিরোনাম কিংবা লেখায় আবিষ্কার হয় নতুন নতুন তথ্যের, যা আগে সবার অজানা। উপকূলের পথে পথে খবরের খোঁজে ছুটে চলার সময় তার সঙ্গে আলাপ হয় প্রান্তিকের স্কুল-কলেজ, মাদ্রাসার বহু পড়ুয়ার সাথে। আলাপে উঠে আসে পড়ুয়াদের মাঝে তথ্য শূন্যতার চিত্র। চারপাশের পরিবেশ সম্পর্কে কিংবা পাশ্ববর্তী দু’চারটি গ্রামের নাম জানে না ওরা।দুর্যোগ-দুর্বিপাক ওদের জীবনের গতিকে থমকে দেয়, অথচ মোটেও সচেতনতা নেই ওদের মাঝে। এরই সূত্র ধরে উপকূলেয পড়ুয়াদের লেখালেখিতে যুক্ত করে তথ্য সমৃদ্ধ করে এগিয়ে নেওয়ার ভাবনা আসে উপকূল সন্ধানী এই সাংবাদিক ও “উপকূল বন্ধু” রফিকূল ইসলাম মন্টুর মাথায়।ঠিক তখনই ওদের নিয়ে কর্মশালার মাধ্যমে, কম খরচে বিকল্প গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ ঘটান “বেলাভূমি” নামক দেয়ালপত্রিকার।তথ্যের সন্ধানের বের হওয়ার সূত্রে উপকূলের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে হাতে-কলমে, কর্মশালার মাধ্যমে তৈরি করেছেন অসংখ্য দেয়ালপত্রিকা। পড়ুয়ারা কেবল কিভাবে সংবাদ লিখবে তা শিখানো হয়নি, কিভাবে সুন্দর করে হাতে লেখা লিখতে তাও শিখিয়েছেন। এখন পড়ুয়াদের নিজ উদ্যোগে বের হয় পত্রিকা। ওরা ক্ষুদে সংবাদকমী, ওরা ডিজাইনার আবার ওদের নিজেদের মধ্যে একজন থাকে ক্ষুদে সম্পাদক। ওদের লেখনিতে উঠে আসে ওদের জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ের চিত্র। বর্তমানে উপকূলের প্রায় ১০০টি স্কুলে দেয়ালপত্রিকা “বেলাভূমি”র প্রকাশনা অব্যাহত রয়েছে। শুধু যে পত্রিকাটি উপকূলে প্রকাশিত হয় আবার তাও কিন্তু না। দেয়ালপত্রিকা বেলাভূমি ইতিমধ্যে উপকূলের গন্ডি পেরিয়ে রাজধানী ঢাকায় উপকূলের পড়ুয়াদের লেখনির মাধ্যমে জাতীয় পর্যায়ে আত্মপ্রকাশ ঘটে। উপকূলের পড়ুয়াদের কেবল দেয়ালপত্রিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে চিন্তা আসে হাতে লিখেই ম্যাগাজিন তৈরি করার। কিন্তু সেটা আবার কিভাবে সম্ভব! তাও সম্ভব হয়েছে উপকূলের ২০জন পড়ুয়াকে সাথে নিয়ে গত বছরের ১৬ই সেপ্টেম্বরে এক লেখালেখি কর্মশালার মাধ্যমে তৈরি করা হয় হাতে লিখে ২০ পৃষ্ঠার পূ। ম্যাগাজিন। যা অতি শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে লক্ষ্মীপুর থেকে শুভ উদ্বোধন করা হবে। এছাড়াও দেয়ালপত্রিকা ও হাতে লেখা ম্যাগাজিনের বাহিরে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল “www.Belabhumi.Com” বেলাভূমির। উপকূলের এই কৃতি সন্তান উপকূল-সন্ধানী সাংবাদিক ও “উপকূল বন্ধু” রফিকূল ইসলাম মন্টুর উপকূল বিষয়ক কার্যক্রম চোখে পড়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতায় ২০১৫ সাল থেকে উপকূলকে এগিয়ে নিতে শুরু হয় “সবুজ উপকূল” নামের ব্যাপক বিস্তৃতির কর্মসূচি। কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারীর দায়িত্বটাও তার হাতে। গত ১১জানুয়ারী রাজধানীর বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে সমাপ্তি ঘটে “সবুজ উপকূল” ২০১৬ এর কর্মসূচির। কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে সৃজনশীল প্রতিযোগীতায় শিক্ষার্থীরা অঃশ গ্রহণের করে
এগিয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে উপকূল। শুধু তাই নয়, ১২ই নভেম্বর ভয়ংকর ঘুর্নিঝড় ভোলা সাইক্লোনের সূত্র এনে “উপকূল দিবস” পালনে সীদ্ধান্ত নিলে সাড়া জাগে সবার মাঝে। উপকূলের মানুষ তাকে ডাকে “উপকূল বন্ধু” নামে। আধুনিক যুগেও তার পথচলা সাধারণ মানুষের মতো, মিশে থাকেন সবার সঙ্গে। এমনকি, তার লেখনিতে পাঠকদের নিকট বেশ জনপ্রিয় করে তোলেন পত্রিকাগুলোকে। উপকূলের ইতিহাসে উপকূল বন্ধু রফিকুল ইসলাম মন্টুর মতো আর কারো এরকম গণহারে পরিচয় কখনো চোখে পড়বে না। পরিবর্তন ডটকমের সম্পাদনা পর্ষদের সদস্য ড. কাজল রশীদ শাহীন ভাইয়ের মতে, ” “বলুনতো, বাংলাদেশ নামক এই বদ্বীপে উপকূলের জন্ম হয়েছিল কবে? আজকের দিন, মাত্র কয়েক লক্ষ বছরে আগে। না এটা বোঝার জন্য চলন্ত বিশ্বকোষ হওয়া লাগে না। রফিকুল ইসলাম মন্টুর জন্মদিন কবে সেটা জানলেই হয়।” মানুষের সাথে তার যে এই ঘনিষ্ট সম্পর্ক তার প্রমাণ মিলে ড। কাজল রশিদ শাহিনের মতো অসংখ্য মানুষের কণ্ঠ। আজকের এই শুভ দিনে এই মহান ব্যক্তির জন্য রইলো শুভ কামনা, সুখে কাটুক প্রতিদিন “উপকূল বন্ধু”র দীর্ঘায়ু ও আগামী দিনে সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি..।

জীবনী | ব্যক্তিত্ব আরও সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

নেডারল্যান্ডের শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন লক্ষ্মীপুরের মাইনুল ইসলাম

লক্ষ্মীপুরে মোটরসাইকেল চাপায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যা নিহত

ইউএস আর্মি স্পেশালিস্ট পদে নিয়োগ পেলেন বাংলাদেশি যুবক ফরহাদ

৪১তম বিসিএসে ক্যাডার হলেন লক্ষ্মীপুর জেলার ২২ জন

‘ব্যারিস্টার-এট-ল’ ডিগ্রী অর্জন করলেন লক্ষ্মীপুরের এডভোকেট সালাহ উদ্দিন দোলন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com