সানা উল্লাহ সানু: সদ্য প্রকাশিত ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর থেকে বিসিএস ক্যাডার হলেন ২২ জন মেধাবী।
এদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৬জন, শিক্ষা ক্যাডারে ১২জন, তথ্যে ২ জন, কর ক্যাডারে ১ এবং গণপূর্তে ১জন।
উপজেলা ভিত্তিক তালিকায় রামগতি উপজেলার ৩ জন, কমলনগরের ২জন, রায়পুরের ২জন, রামগঞ্জের ৬জন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার জন।
এদের মধ্যে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন ১২ জন হলেন, কমলনগরের ফয়েজ আহমেদ দিপু, মোঃ আবদুস সাত্তার, রামগঞ্জের মোঃ ইউছুফ কামাল, খন্দকার মাহবুব মোরশেদ, জান্নাতুন নাহার, সৈকত হোসেন, রামগতির মোঃ নাইমুর রহমান, মোঃ নুর হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলার শামীম আলম, মোঃ রিয়াজ, শাহাদাত হোসেন এবং রায়পুরের জহির হোসেন।
প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন ৬জন। তারা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার নাসরিন আক্তার, মোঃ সাইফ উদ্দিন, শাকিল মোহাম্মদ সজল, রামগতি উপজেলার আবি আবদুল্লাহ আজিম, রামগঞ্জের মোঃ ফয়সাল এবং রায়পুরের কিশোর কুমার পাল।
কর ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন রামগঞ্জের কাজী আসলাম হোসেন, তথ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার অয়ন চক্রবর্তী ও মোঃ সায়েফর আল হাসিব এবং গণপূর্তে সুপারিশ প্রাপ্ত হলেন সদর উপজেলার নাসির আহমেদ আশিক।
এদের মধ্যে নোয়াখালী সরকারি কলেজের ১জন, সাভার সরকারি কলেজ ১জন, ঢাকা কলেজ ১জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২জন, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় ১জন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন।
লক্ষ্মীপুর জেলার যে কোন গুণীব্যক্তি/মেধাবী মানুষ ও ভালো খবর সর্ম্পকে আমাদেরকে জানাতে পারেন, হোয়াটস নাম্বার ০ ১৯৭১ ৯২ ১৯৭১ ইমেইল: news@lakshmipur24.com
951Share