উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষার তাগিদে ১২ নভেম্বরকে উপকূল দিবস করার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কমলনগর উপজেলার হাজিরহাটে কমলনগর প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসুচীর আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ব্যাবস্থাপক মো. সানা উল্লাহ, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ, যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত রাজু, কমলনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সাংবাদিক সানা উল্লাহ সানু, আমজাদ হোসেন আমু ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাসসহ প্রমুখ।
এসময় বক্তারা ১২ নভেম্বর নিহতের স্মরণে এ দিনকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষণার দাবি জানান। এরআগে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা মহসিনসহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহনে উপকূল দিবস দাবীতে হাজিরহাট বাজারে একটি র্যালি প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত; ১৯৭০ সালে ১২ নভেম্বর লক্ষ্মীপুরসহ উপকূলের ১৬ জেলায় প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে সরকারি ভাবে ৫ লাখ, তবে বেসরকারি হিসেবে ১০ লাখ মানুষ মারা যায়। লক্ষ্মীপুরে প্রাণহানী ঘটে ৫০ হাজার মানুষের। ২০১৭ সালের ১৮মার্চ জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এ দিনকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণহানির ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়।
0Share