ভয়াল ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা নিহতের স্মরণ ও উপকূল দিবসে লক্ষ্মীপুরের কমলনগরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কমলনগর প্রেসক্লাবে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নই আলো এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও ওই ঝড়ের প্রত্যক্ষদর্শী উদ্ধারকর্মী মাস্টার মফিজুল উল্লাহ। সাংবাদিক আমজাদ হোসেন আমুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,তোয়াহা স্মৃতি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জায়েদ বিল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সভাপতি ফজলুল হক সবুজ, রিপোর্টাস ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর সম্পাদক সানা উল্লাহ সানু, বিকল্প যুবধারা নেতা জসিম উদ্দিন, সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নই আলোর সমন্বয়কারী মাহবুব আলম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ফুঁসে উঠতে শুরু করে সমুদ্র। তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসল পাহাড় সমান উঁচু ঢেউ। ৩০/৪০ ফুট উঁচু সেই ঢেউ আছড়ে পড়ল লোকালয়ের উপর। আর মুহূর্তেই ভাসিয়ে নিয়ে গেলো মানুষ, গবাদি পশু, বাড়ি-ঘর এবং ক্ষেতের সোনালী ফসল। পথে প্রান্তরে উন্মুক্ত আকাশের নীচে পড়েছিলো কেবল লাশ আর লাশ। কত কুকুর, শিয়াল আর শকুন খেয়েছে সে লাশ তার কোন ইয়ত্তা নেই। মরণপুরীতে রূপ নেয় লক্ষ্মীপুরসহ গোটা অঞ্চল। সে সময় বর্তমান রামগতি এবং কমলনগরের বিভিন্ন এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ।
0Share