সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজয়ের কবিতাগুচ্ছ 'আমাদের নতুন ভোর'

বিজয়ের কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

বিজয়ের কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

তোমরা যারা এনেছো বিজয় অমূল্য প্রাণের দামে
অমর আজ তোমরা সকলে আকাশের নীল খামে…
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আমাদের মুক্তি সংগ্রামে অবদানকৃত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি অকুণ্ঠ সন্মান নিবেদনে কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

বিজয়ের স্মৃতিসৌধে
মাইন উদ্দিন পাঠান

বিজয়ের স্মৃতিসৌধে লাল সাদা হলুদ ফুল
পাপড়িতে যেন বসে আছে শহীদের চোখ!
তপ্ত নিঃশ্বাস শুনি সৌধ চত্বরে,বিজয়ী বীর
যাঁরা বেঁচে আছেন বাতাসে তাঁদের হাহাকার।

ভূমিতে দস্যু নেমে মাড়িয়ে যায় ক্ষেত ফসল
অসহায় করে যাঁর হাতে ছিল একসময় রাইফেল
হৃদয় তাঁর শুণ্য করে আজ ডাকাতের আস্ফালন;
প্রজন্ম স্তব্ধ, অথচ তোমরাই আনবে নতুন ভোর।

মহান বিজয় দিবসের প্রতিটি প্রহর এক একটি
ইতিহাস ;ভালবাসার শ্রেষ্ঠ সময় এবং জয় বাংলা।

 

বীরের জাতি
ফারুক হোসেন শিহাব

ধূলিমাখা এই মাটিতে
জন্মে  আমি ধন্য
মরণ যেন তার তরে হয়
চাই না আমি অন্য।

এই মাটিতে সুখ অরণ্য
নির্ভয়ে নিই শ্বাঃস,
এর তরে যে চিত্ত্ব আমার
পূর্বলোকের বাস।

অমৃত এই বাংলা ভাষায়
চিল-শকুনের লোভ
প্রতিবাদে বায়ান্নতে
রাজপথে বিক্ষোভ

বুকের তাজা রক্ত ঢালে
মুখের ভাষা পেতে,
এই পৃথিবীর কেউ কি পারে
এমন নজির দিতে।

এই অপরূপ কেড়ে নিবে
পরাশক্তির রথে
৭১-এ দামালেরা
রুখতে নামে পথে।

ভাইয়ের বোনের রক্ত স্রোতে
সবুজ জমিন লাল
নয় মাসের এক রক্তখেলায়
কে ধরেছে হাল?

বঙ্গবন্ধুর হৃদয়ছোঁয়া
বজ্রধ্বণীর ডাকে,
কুলি, মজুর, কৃষক, শ্রমীক
ভিড়লো ঝাঁকে ঝাঁকে।

জাতি-গোত্র ধর্ম-বর্ণ
সকলে এক হয়ে,
স্বাধীনতা আনলো কেড়ে
ত্রিশলাখ প্রাণ ক্ষয়ে।

কালে কালে এমনি করে
মিলছে বীরের খ্যাতি
বিশ্বটাকে চমকে দিলো
এই বাঙালি জাতি।

 

বাংলার বিজয়ের রক্তিম সূর্য
জ্যোসনেয়ারা শিপন

ওই সূর্যটা যখন সারাদিন জেগে থাকার পর
চারিদিক মৃদু অন্ধকার করে ডুবে যায়
রক্তিম আভা নিয়ে এক অপূর্ব রুপ ধারণ করে,
সে দৃশ্য অনেকের মতো
আমারও দেখতে ভীষন ভালো লাগে।

ইচ্ছে হয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকি
গোলাকার ওই রক্তিম সূর্যটা দেখে মনে হয়
বাংলাদেশের বিজয়ের পতাকার
মাঝখানের গোলাকার লাল কাপড়টি
মনে হয় হিন্দু কোনো রমণী বঁধুর কপালের লাল সিঁদুরের টিপটি।

মনে হয়ে শিল্পীর রংতুলিতে আঁকা অপূর্ব এক স্হির দৃশ্য
কবির কবিতা লেখার দারুণ উপমা বাংলার রক্তিম সূর্য
আমি তাই প্রতিদিন অস্ত যাওয়া
সূর্যকে আনমনা হয়ে দেখি
সারাদিন জেগে থাকার পর ক্লান্ত সূর্য
সারারাত্রি নিদ্রা যাবার জন্যই বুঝি ডুবে যায়,
একেবারে ডুবে গিয়ে হারিয়ে যায়,

কিন্তু কোথায় যায়?
আমি এই ভাবনায় পড়ে যাই
ভাবাবেগে ভাবের কবিতা বানাই
সূর্য অস্ত যাবার সময় আমি তাকে স্বাগত জানাই
প্রভাতেও যেনো আবার বাংলার বিজয়ের
রক্তিম সূর্যটির দেখা পাই।।

 

বিজয়ী বাঙ্গালী
ইউসুফ মাহমুদ সংগ্রাম

সাতচল্লিশে দেশকে ভাগ করেছো- কি বলে
ভুলে গেছো দীর্ঘ তেইশটি বছর
বলেছো আমরা মুসলমান; মুসলিম
হাঁ এক মুসলমান আরেক মুসলমানের ভাই
কিন্তু তোমাদের আচরনে কখনো সেসব দেখি নাই।

লুটেছো দুঃখ পাইনি স্বীকারও করো নি
নুন্যতম সমবেদনা জানাও নি সমব্যাথী হওনি
সর্বত্র দূরত্বের শৃকল কেবল আমরা এক জাতি,
আমরা তা বুঝতেই নামলো গুলি;
কি চমৎকার পুরষ্কার! প্রথম আঘাত দিলে ভাষায়
যা আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখার আলো আশায়।
দাবীর পরে দাবী করে পেশ, সয়ে গেছি ক্লেশ
শেষে এক দফায় এক আঙ্গুলের সুনিপুন ইশারায়
সামনে কেবল সামনে এগিয়ে গেছি –
ভেঙ্গে আলপথ, কাদা মাটি, ফসলের খেত, খাল বিল নদী
পাহাড় ডিঙ্গাতেও ভুলিনি কাঁটা তার মাড়িয়ে
কয়টা ভোতা বন্ধুক আর বাঁশের লাঠি বুকের সাহস
আমরা ছিনিয়ে নিলাম বাংলাদেশের বিজয়
আমরা বিজয়ী বাঙ্গালী আমরা অকুতোভয়
এখন আর স্বৈরাচার স্বেচ্চাচারকে আমরা করিনা ভয়।

আমাদের নতুন স্বপ্নে কেউ কেউ আবার লাঙ্গল টানে
নয়া ফসলের উৎপাতে আমাদের জাগাতে চায়
জানেনা ওরা পদ্মার বুকে প্রকৃতি ছাড়া জর জাগানো দায়
ঐক্য আমাদের এবার গড়বো সোনার দেশ
আসুক নেমে যতোই ঘূর্ণি মনোবল আছে অশেষ।

নতুনের ঘ্রাণ
অংকুর চন্দ্র দেবনাথ

পুরোনো পৃথিবীর বুকে নিত্য নতুনের ঘ্রাণ
দিনান্তে কি দেবো তাঁকে আজ যে পেয়েছে প্রাণ
ভালো কিছু রেখেছি কি ধ্বংসলীলা মাঝে
ক্ষয়িষ্ণু সময়ের অপরাধবোধ রোজ পরানে বাজে
তবুও উদ্বেল হই কিসে অদ্ভূত নির্লজ্জ্বতায়
আমরা মানুষ গড়েছি পৃথিবীর এই ব্যর্থ সভ্যতায় !

আছো কি কেহ পারো নিতে এই দ্বায়ভার
জন্মেছে যে শিশু আজ ধরণীর বুকে
অলক্ষ্যে কাঁদিছে সে, দিতে তাঁর ন্যায্য অধিকার ।

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

ঢাকাস্থ লক্ষ্মীপুর ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটির বনভোজন

রায়পুর সোসাইটি ইউ কে” এর উদ্যোগে “পিঠা উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান

মঞ্চের শতাধিক শিল্পী নিয়ে আলাউদ্দিন সাজু’র নাটক “অন্যরকম খুশি” 

রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

বিজয়ের কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

লক্ষ্মীপুরে ১৩ শিল্পী পেলেন সম্মাননা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com