সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গন: ফুটবলে জেলার উজ্জ্বল মুখ রামগতির আকবর হোসেন রিদন

লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গন: ফুটবলে জেলার উজ্জ্বল মুখ রামগতির আকবর হোসেন রিদন

লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গন: ফুটবলে জেলার উজ্জ্বল মুখ রামগতির আকবর হোসেন রিদন

কাজল কায়েস,জ্যেষ্ঠ প্রতিবেদক: দীর্ঘ সময় থেকে লক্ষ্মীপুর জেলা ক্রীড়াচর্চায় এগিয়ে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় জেলা ক্রীড়া অফিস । আর লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে । সে থেকেই ফুটবল, ক্রিকেট, দাবা, হ্যান্ডবল, সাঁতার ও ব্যাডমিন্টন প্রতিযোগিতাসহ সব খেলা এখানে

নিয়মিত আয়োজন করা হচ্ছে। লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনের নানা দিক নিয়ে ৫ পর্বের ধারাবাহিক প্রতিবেদন লিখছেন আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক কাজল কায়েস । দ্বিতীয় পর্বে আজকের আয়োজন: ফুটবলে জেলার উজ্জ্বল মুখ আকবর হোসেন রিদন

’৬০ দশক থেকেই জমজমাট ফুটবল লিগ হত লক্ষ্মীপুরে। অথচ এই জেলার মাত্র একজনই ডাক পেয়েছিলেন জাতীয় দলে। সৌভাগ্যবান সেই ফুটবলার আকবর হোসেন রিদন। ২০০৭ সালে মারদেকা কাপ জাতীয় দলে ডাক পেয়েছিলেন রিদন। তবে আলফাজ,মনি,কাঞ্চনদের মত স্ট্রাইকারদের জন্য খেলা হয়নি একাদশে। এ নিয়ে এখনও আফসোস করেন তিনি,‘ আমি উঠে এসেছি লক্ষ্মীপুরের উপজেলা রামগতি থেকে। কারও দিক নির্দেশনা পাইনি।

ঢাকা মোহামেডানে খেলেছি ২০১০ সালে। অথচ ১০ বছর আগেও ওরা আর আবাহনী খেলার প্রস্তাব দিয়েছিল। বেঞ্চে বসে থাকতে হবে এই ভয়েই যাইনি। বড় ক্লাবে না খেলাতেই জাতীয় পর্যায়ে সুযোগ পাইনি আর।’

রিদনের বাবা আবদুল আখের রামগতি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রও ছিলেন। একটা সময় ফুটবল খেলতেন তিনিও। বাবা আর ভাইদের আদর্শ মেনে শুরু করা রিদন তৃতীয় বিভাগে লালমাটিয়ায় ক্যারিয়ার শুরু করে ২০০০ সালে প্রথম বিভাগে নাম লেখান বিআরটিসির হয়ে। প্রথম মৌসুমেই করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ১২ গোল। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত খেলেছেন আরামবাগে। এরপর ২০০৭,২০০৮ ও ২০০৯ সালে চট্টগ্রাম মোহামেডানে।

চট্টগ্রামের লিগে কাস্টমসের অধিনায়কও ছিলেন রিদন। চট্টগ্রাম মোহামেডানের পর ২০১০ ও ২০১১ সালে খেলেন ঢাকা মোহামেডানে। ২০১২ সালে ফরাশগঞ্জ হয়ে ২০১৩ থেকেই আছেন ফেনী সকারে। গত দুই বছর নেতৃত্ব দিচ্ছেন এই ক্লাবের। পাশাপাশি নোয়াখালীর সোনাইমুড়িতে গড়ে তুলেছেন একটা ফুটবল একাডেমি। কোচিংয়ে ‘সি’ লাইসেন্স করা স্বপনের সঙ্গে তরুণ ফুটবলারদের অনুশীলন করান রিদনও। একাডেমি নিয়ে তাঁর স্বপ্ন,‘ আমার একাডেমির ছাত্র লিংকন এখন খেলছে শেখ জামালে। প্রতিভাবান আরও অনেক তরুণ আছে এখানে। আমার বাড়ি লক্ষ্মীপুর হলেও নোয়াখালীতে থাকি বলে একাডেমিটা এখানে গড়েছি। তবে লক্ষ্মীপুরের অনেকেই অনুশীলন করে এখানে।’

আগামী পর্বে থাকছে: ক্রিকেটে জেলার উজ্জ্বল মুখ রবিউল রানা আর তানজীদ আহমেদ ইমন

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

ঢাকাস্থ লক্ষ্মীপুর ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটির বনভোজন

রায়পুর সোসাইটি ইউ কে” এর উদ্যোগে “পিঠা উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান

মঞ্চের শতাধিক শিল্পী নিয়ে আলাউদ্দিন সাজু’র নাটক “অন্যরকম খুশি” 

রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

বিজয়ের কবিতাগুচ্ছ ‘আমাদের নতুন ভোর’

লক্ষ্মীপুরে ১৩ শিল্পী পেলেন সম্মাননা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com