নিজস্ব প্রতিনিধি: মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান শবে বরাতে লক্ষ্মীপুর জেলার প্রতিটি মসজিদে মুসল্লিদের ঢল নামে | বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যার পর থেকে ও লক্ষ্মীপুর শহর এবং এ জেলার কমলনগর, রামগতি, রামগঞ্জ, রায়পুরের প্রতিটি গ্রামীণ মসজিদেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
এটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান হলেও শত বছর ধরে এ অঞ্চলের মানুষ নিজস্ব কিছু রেওয়াজে এ অনুষ্ঠান পালন করে আসছে বলে জানান প্রবীণ ব্যক্তি ও ধর্মীয় অভিজ্ঞ ব্যক্তিগণ। লক্ষ্মীপুরের অবসর প্রাপ্ত সকরকারি কর্মচারী মাস্টার ফয়েজ আহমেদ জানান, ছোট বেলা থেকে তিনি দেখে আসছেন এদিন তাদের গ্রামের প্রতিটি ্গ্রামের বাড়িতে দিনের বেলা গোস্ত রুট বা সুজি সেমাইয়ের আয়োজন ছিল। এর দু তিন দিন আগে বাড়ির বউ ঝিরা তাদের ঘরদোর ধুয়ে মুছে পরিস্কার করে।
সন্ধ্যায় পুরুষ ও ছেলেরা পাজামা-পাঞ্জাবি বা পাক জামা ও টুপি পরে সব বয়সী মানুষের মসজিদের দিকে ছুটে যায়। এ রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়া, কুরআনু তেলওয়াত, বেশি বেশি দরুদ শরিফ পড়া, দোয়া করা, তাসবিহ তাহলিল ও জিকির-আসকার করা। আর সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের জন্য, নিজের পিতা-মাতা, সন্তান-সন্ততি,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী ও সব মুসলমানের জন্য বেশি বেশি দোয়া করা, তাওবা ও ক্ষমা প্রার্থনা করা হতো। রাতে ইবাদত শেষে মসজিদে দোয়া মোনাজাতে অংশ নিতে আসা অনেকেই সাধ্যমত তাদের কাছে টাকা পয়সা দান করে।মসজিদের দোয়া শেষে অনেক এলাকায় মিষ্টি ও খিচুড়ী বিতরণ করা হয়।
শবে বরাত-শবে কদর রাতে মসজিদে দোয়ার পর মু্ল্লিদের মাঝে মিষ্টি বিতরণ pic.twitter.com/ol8ZIHD19I
— lakshmipur24.com (@lakshmipur24) May 12, 2017
অন্যদিকে, সন্ধ্যার পর থেকে মসজিদ সংলগ্ন এলাকায় আতর আর আগরবাতির সুবাসে চারিদিক আমোদিত হয়। মসজিদ এলাকা ছাড়াও গ্রাম গঞ্জের সব ক’টি গোরস্থানেই মানুষেরা দোয়ায় মিলিত হয়। গোরস্থানে গিয়ে প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করা, দোয়া কামনা করছেন সকলে।
শবে বরাত-শবে কদর রাতে মসজিদে দোয়ার পর মু্ল্লিদের মাঝে মিষ্টি বিতরণ pic.twitter.com/hwPNFywZZR
— lakshmipur24.com (@lakshmipur24) May 12, 2017
পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ধর্মীয় উৎসাহ উদ্দীপনা ছাড়াও পারিবারিক ও সামাজিক পর্যায়ে চলে নানা আয়োজন। বিশেষ করে বিকেল গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়ে চালের রুটি আর হালুয়া বানানো ও মাংস রান্নার কাজে। এর আগের ২/১ দিন আগে চলে শবে বরাতের কেনা-কাটা।
0Share