সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সাংবাদিক মাজেদুল নয়নের বই 'সিংহ শহরের দিনরাত'

সাংবাদিক মাজেদুল নয়নের বই ‘সিংহ শহরের দিনরাত’

0
Share

সাংবাদিক মাজেদুল নয়নের বই ‘সিংহ শহরের দিনরাত’

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মাজেদুল নয়নের ভ্রমণ বিষয়ক গল্পের বই ‘সিংহ শহরের দিনরাত’। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) থেকেই বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের পুথিনিলয়ের ৩০১-০৩ স্টলে ৷

২৫ শতাংশ ছাড়ে দাম পড়বে ২০২ টাকা। বইটি সম্পর্কে লেখক মাজেদুল নয়ন বলেন, ‘সিংহ শহরের দিনরাত’ আমার দ্বিতীয় গল্পের ভ্রমণ বই। এখন আর ভ্রমণ জানতে বা কোন স্থান সম্পর্কে জানতে বই না পড়লেও চলে বলে মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ এসব পাওয়া যাচ্ছে। তাই এটাকে ভ্রমনের বই না বলে, ‘গল্পের ভ্রমণ’ বলতেই ভাল লাগবে।

দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরে এশিয়ার অন্যান্য দেশ থেকে আসা বেশ কিছু মানুষের ছোট ছোট গল্প নিয়েই এই ভ্রমণের গল্প। যেখানে মূলত পুরো সিঙ্গাপুর চষে বেড়ানো গল্পের চরিত্রগুলো তুলে ধরা হয়েছে। দেশের সীমানা পেরিয়ে ভিন্নধর্ম, জাতি আর ভাবনার মানুষগুলোর কাছে আসা, টানাপোড়ন আর জীবনযাপনের গল্প নিয়েই ‘সিংহ শহরের দিনরাত।’ তিনি বলেন, কনক্রিটের শহরের বাইরেও সাংবাদিকের চোখে সিঙ্গাপুরের অন্ধকার, বাহুল্যতা, আবেগ আর ভালবাসার গল্প এই ভ্রমণে ৷

দুনিয়াজুড়ে চলা সাংবাদিকতার কিছু ট্রেন্ড পাওয়া গেলেও এটা অনেক শিক্ষনীয় কোন বই নয়। যারা শিক্ষা গ্রহণের পাঠক তাদের জন্য এই বই নয়, আবার যাদের বই পড়ার অভ্যাস নেই, তাদের জন্যেও এই বই নয়। সিঙ্গাপুরে জমা তিন মাসের গল্পগুলো আনন্দ নিয়ে পড়তে যাদের আগ্রহ, তাদের জন্যই ‘সিংহ শহরের দিনরাত।’

২০১৬ সালে ভারত-ভুটান ভ্রমণ নিয়ে তিনি লিখেছেন, ‘উইথআউট বর্ডার’। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে দৈনিক ভোরের কাগজ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি।

মাজেদুল নয়নের পরিচয়:

মাজেদুল নয়নের জন্ম লক্ষ্মীপুরের রামগঞ্জের ফতেপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও সম্মান শেষ করেন তিনি। এরপর ২০১৭ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে এশিয়ান জার্নালিজমের ফেলো হিসবে শিক্ষা লাভ করেন তিনি। অধ্যায়নকালীন সময়তেই তিনি ২০০৯ সালে দৈনিক ভোরের কাগজ থেকে সাংবাদিকতা শুরু করেন। এরপর বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং বর্তমানে বার্তা২৪.কম এ স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করছেন৷

দেশের সকল জেলাসহ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কাতার, ইন্দোনেশিয়াসহ ১০ টি দেশ ভ্রমণ করে রিপোর্ট করেছেন তিনি। প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরষ্কার, ব্রাক মিডিয়া এ্যাওয়ার্ড, ইউনিসেফ মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো বেশ কিছু পুরস্কার পেয়েছেন তিনি

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

লক্ষ্মীপুরে সমমনা ঐক্য পরিষদের শিক্ষামূল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বিভাগীয় পাঠাগার সম্মেলন

ঐতিহ্যবাহী চৌরাস্তা ক্লাবে’র আংশিক কমিটি গঠন

লক্ষ্মীপুর আইসিবিসি প্রকল্পের শিশু যত্নকারীদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার অনুষ্ঠান

ঢাকাস্থ লক্ষ্মীপুর ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটির বনভোজন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com