সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বৈশাখি মেলা ঘিরে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বৈশাখি মেলা ঘিরে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বৈশাখি মেলা ঘিরে ব্যস্ত মৃৎ শিল্পীরা

নিজস্ব প্রতিনিধি: বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। নববর্ষকে ঘিরে পুরো মাস জুড়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় বৈশাখি মেলা। বাংলার ঘরে ঘরে চলে উৎসব আয়োজন। এ মেলাকে ঘিরে নানা শ্রেণিপেশার মানুষ তাদের কিছু বাড়তি আয় করে নেয় নিজ নিজ কারিগরি দক্ষতা দিয়ে। লক্ষ্মীপুরের পালপাড়ার মৃৎ শিল্পীরাও ব্যস্ত হয়ে পড়েছেন বৈশাখি মেলাকে সামনে রেখে। মাটি দিয়ে তারা তৈরি করছেন নানা রকমের সামগ্রী। তারপর রং দিয়ে করে তুলছেন আকর্ষণীয়। পালপাড়ার মৃৎ শিল্পী নারায়ণ চন্দ্র পাল জানান, বছরের অন্য সময়ে মাটির সামগ্রীর চাহিদা বেশি না থাকলেও বৈশাখ মাসে চাহিদা অনেকটাই বেড়ে যায়। বৈশাখে নতুন বছর উদযাপন ও বৈশাখি মেলার কারণে জেলার মৃৎ শিল্পীদের ব্যস্ততাও বেশি থাকে বলে জানান তিনি। এ সময়ে জেলার পালপাড়াগুলোতে দেখা যায় চাকা ঘুরিয়ে মাটি প্রক্রিয়াকরণ করে নিপুন হাতে তৈরি হচ্ছে ফুলদানি, মাটির ব্যাংক, পুতুল এবং খেলনা গরু, ঘোড়া, হাতি ও পাখিসহ নানা বাহারি দ্রব্য সামগ্রী। বৈশাখি মেলাগুলোতে বিশেষ এলাকাজুড়ে সাজানো এসব মাটির তৈরি সামগ্রীর দৃষ্টিনন্দন পসরা ছোট-বড় সব বয়সের মানুষকেই সমানভাবে আকৃষ্ট করে।এ সময়টাতে মাটির তৈরি এসব তৈজসপত্র বিক্রিও হয় ভালো। তাই পুরুষের পাশাপাশি পালবাড়িগুলোর নারী সদস্যরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব দ্রব্যসামগ্রী তৈরিতে।মাটির তৈরি বিভিন্ন খেলনা সামগ্রী মেলায় পাঠানোর জন্য এখন চলছে রং তুলি দিয়ে শেষ আঁচড়ের কাজ। নারায়ণ চন্দ্র বলেন, এখন এ শিল্পের চাহিদা অনেকটা মেলাকেন্দ্রিক হয়ে পড়েছে। অতিরিক্ত দাম দিয়ে মাটি কিনে এসব সামগ্রী তৈরি করা হলেও অন্য সময়ে সে অনুযায়ী মূল্য পাওয়া যায় না।

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

২১ ফেব্রুয়ারি | যেভাবে হলো শহীদ দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

লক্ষ্মীপুরের তরুণ লেখক রাসেলের ‘কাছের মানুষ, কাঁচের মানুষ’ আসছে বইমেলায়

২১ জানুয়ারি হতে লক্ষ্মীপুরে শুরু হবে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com