নিজস্ব প্রতিনিধি: মেঘনার ভাঙনে লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিসের ভোলা ঘাটের সংযোগ সড়ক বিলীন হওয়ায় ২৭ জুলাই বিআইডব্লিউটিসি এ রুটের ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। সোমবার থেকে আগের ফেরি ঘাটের দেড় কিলোমিটার পূর্বে স্থানান্তরিত নতুন ঘাট থেকে পুনরায় সার্ভিস চালু হয় বলে জানায় বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ কবির জানান, বেলা ১টায় আটটি বাস নিয়ে ফেরি কনকচাঁপা ভোলা ঘাট থেকে লক্ষ্মীপুরের এসে পৌছেঁ।
তবে বর্তমানে ভোলা স্থাপিত ঘাটের র্যাম ছোট, তাই ১০ অগাস্ট থেকে ছোট গাড়ি ও বাস ফেরিতে পারাপার করা হবে। কয়েকদিনের মধ্যে বড় র্যাম স্থাপন করা হলে ট্রাকসহ ভারি যানবাহন পারাপার করা হবে বলে জানান, ঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার।
অন্যদিকে চাঁদপুর থেকে সোমবার সকালে ফেরি কামিনী ভোলার উদ্দেশে রওয়ানা হয়েছে। সেটি এখানে পেঁছলে এই রুটে কনকচাঁপা ও কামিনী যানবাহন পারাপার করবে।” ফেরি সার্ভিস বন্ধ হওয়ার পর কামিনীকে চাঁদপুর নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
এ দিকে ফেরি বন্ধ থাকায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট এবং ভোলায় বেশ কিছু ট্রাক ফেরির অপেক্ষায় আছে বলে জানান, চট্টগ্রামের ট্রাক চালক কিরণ। তিনি জানান গত ১৫ দিন ফেরির অপেক্ষায় আছেন তিনি।
এই রুটের ফেরি বন্ধ হওয়ার পর ভোলা ও বরিশাল জেলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছিল।
0Share