নিজস্ব প্রতিনিধি: মেঘনার ভাঙনের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীপুর-ভোলা ফেরি পারাপার। গত দুই সপ্তাহ আগে ভোলা ফেরিঘাট সরিয়ে নেওয়া হয়। ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার জানান, সোমবার সকালে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এতে ভোলা ও বরিশালের এ রুটে
যুক্ত ২১ জেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোলা ফেরিঘাটের সংযোগ সড়ক মেঘনায় বিলীন হওয়ায় গত ২৭ জুলাই বিআইডব্লিউটিসি ভোলা-লক্ষ্মীপুর ফেরি বন্ধ করে দেয়। ঘাট দেড় কিলোমিটার পূর্বে সরিয়ে নেওয়ার পর গত ১০ অগাস্ট আবার ফেরি চালু করা হয়েছিল।
0Share