মিসু সাহা নিক্কন:রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের রামগতি-আজাদ মার্কেট সড়কের সাঁকোর গোড়া নামক স্থানে খালের উপর ব্রিজটি ভেঙে যায় । ভেঙ্গে যাওয়ার দীর্ঘদিন অতিবাহিত হবার পরেও আজও এ ব্রিজটি পুনঃস্থাপনের কোন উদ্যোগ দেখা যায়নি। এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্রিজটি ভাঙ্গার কারণে
কয়েক হাজার মানুষ চরম দূর্ভোগে যাতায়াত করছে। ফলে ওই ব্রিজটি দিয়ে যাতায়ত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনাসহ নানান সমস্যার মধ্যে পারাপার হতে হচ্ছে উপকূলের খেটে-খাওয়া অবহেলিত মানুষগুলোকে।
এলাকাবাসী জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত সাইকেল, মোটরসাইকেল, যাত্রীবাহী রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশা, পিকআপ ভ্যান রামগতি হয়ে কিংবা মোহাম্মদপুর হয়ে দক্ষিণ টুমচর, আজাদ মার্কেট, জাহের মার্কেট, কূলচরা, করলা মার্কেট, নয়াগ্রাম, চরহাজারি দ্রুত সময়ে যাওয়ার একমাত্র সড়ক। কিন্তু ওই ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় যাতায়ত ও যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হওয়ার ফলে চরম বিপাকের মধ্যে আছে এলাকাবাসী।
কলেজ, হাইস্কুল, মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীরা জানান, টুমচর, আজাদ মার্কেট, জাহের মার্কেটে উচ্চ শিক্ষার ব্যবস্থা না থাকায় আমাদেরকে প্রতিদিন রামগতিতে যেতে হচ্ছে। রামতিতে প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়, কলেজে ও মাদ্রাসায় যেতে ভাঙ্গা ব্রিজটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হয় বলেও জানায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
্এ ব্যাপারে ৯নং চরগাজী ইউ.পি. চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু বলেন, আমরা উর্ধ্বতন কর্র্তৃপক্ষকে বার বার অবহিত করেছি কিন্তু ভেঙ্গে যাওয়ার পরেও কেন কাজ হচ্ছে না তাহা আমার বোধগাম্য নয়।
সাঁকোর গোড়া নামক স্থানে খালের উপর ব্রিজটি অতিদ্রুত পুন:স্থাপনের মাধ্যমে আজাদ মার্কেট, জাহের মার্কেট, কূলচরা, করলা মার্কেট, নয়াগ্রাম, চরহাজারি এলাকার জনসাধারণ ও রামগতির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা মোহম্মাদপুর এবং রামগতিতে দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ করতে পারবে। উপকূলীয় এলাকাবাসী ও রামগতির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়–য়া শিক্ষার্থীরা ব্রিজটি পুন:স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য অতিদ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের একান্ত হস্তক্ষেপ কামনা করেন।
0Share