হয়রানি, ভোগান্তি ও বাড়তি অর্থ খরচ ছাড়াই গ্রাহকেরা সংযোগ পাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে নতুন বিদ্যুৎ–সংযোগ দেওয়ার কার্যক্রমে সঙ্গে থাকছেন দুজন লাইনম্যান ও একজন ওয়্যারিং পরিদর্শক। যাঁরা নতুন সংযোগ নিতে চাইছেন, তাঁদের সব প্রক্রিয়া শেষ করে মাত্র ৫ মিনিটে নতুন সংযোগ দিচ্ছেন। এই কর্মসূচির নাম ‘আলোর ফেরিওয়ালা’।
এই কর্মসূচির আওতায় দেশের গ্রামাঞ্চলে শনিবার(৫ জানুয়ারি) থেকে পল্লী বিদ্যুৎ সমিতির ৮০০ রিকশা–ভ্যান নেমেছে। বাড়ি বাড়ি যাবে এসব ভ্যান। ভ্যানগুলোতে থাকবে বিদ্যুতের মিটার, তারসহ নতুন বিদ্যুৎ–সংযোগ দেওয়ার সব সরঞ্জাম। গ্রাহক বিদ্যুৎ–সংযোগ চাইলে তাৎক্ষণিক সব প্রক্রিয়া শেষে মাত্র ৫ মিনিটেই দেওয়া হবে নতুন সংযোগ।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দীন গত বৃহস্পতিবার বিকেলে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকদের (জিএম) সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রতিটি সমিতি থেকে অন্তত ১০টি করে রিকশা–ভ্যান নামিয়ে এভাবে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ওই ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
0Share