চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অতিষ্ঠ যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে জেলার অভ্যন্তরে দুটি রুটে সিএনজি চালিত অটো রিকসার ভাড়া পুনঃনির্ধারণ করে দিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। নির্ধারিত রুটের মধ্যে লক্ষ্মীপুর-কালীবাজার রুটে বর্তমানের ভাড়া হবে ২৫টাকা এবং লক্ষ্মীপুর-পালেরহাটের নতুন ভাড়া হবে ২০টাকা। বুধবার(১০ এপ্রিল) থেকে এ ভাড়া কার্যকর হবে।
সালাহ উদ্দিন টিপু সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে সিএনজিসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতো চালকরা। এতে অতিষ্ঠ যাত্রীরা। তাই বুধবার সন্ধ্যায় শহরের কালিবাজার সড়কের সিএনজি স্ট্যান্ড পরিদর্শন শেষে চালকদের সাথে কথা বলে তিনি নতুন ভাড়া আদায়ের নির্দেশ দেন। তিনি আরো জানান, অভিযোগ পেলে অন্যান্য রুটেও ভাড়া নির্ধারণ করে দেয়া হবে।
চালকগণ উল্লেখিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
0Share