ঢাকা: চর এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করে ২০হাজার হেক্টর জমি পুনরুদ্ধার করা হবে এবং এই জমিতে ১৬হাজার পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বৃহস্পতিবার (৪ মে) বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘চর এলাকায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য গত বছরের বরাদ্দ অব্যবহৃত থাকা সত্ত্বেও এবারেও ৫০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’ মন্ত্রী তার উত্থাপিত বাজেটে সমন্বিত গঙ্গার পানি এবং উপকূল অঞ্চল ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে কাজ চলমান আছে। দেশের উপকূলীয় অঞ্চলে সার্বিক ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে উপকূলীয় উন্নয়ন কৌশল ও অগ্রাধিকার ভিত্তিক বিনিয়োগ কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
এর আলোকে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় ১হাজার ৯কোটি টাকা ব্যয়ে ১১১টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী বছরেও এই তহবিলে ১০০কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে বৈদেশিক সহায়তা নির্ভর ক্লাইমেট চেইঞ্জ রেজিলিয়েন্ট তহবিলকে আরো জোরদার ও গতিশীল করা হবে আমাদের প্রধান উদ্যোগ।’
সূত্র : বাংলামেইল২৪ডটকম
0Share