নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরসহ মফস্বলে এবার কোরবানির চামড়ার মূল্য প্রতি বর্গফুট ৭৫-৮০ টাকা মূল্যে কেনা সিদ্ধান্ত নিয়েছেন ট্যানারি মালিকরা। মফস্বলের বাহিরে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে এর থেকে ১০ টাকা বেশি দরে কিনবে তারা। ১১ অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ হাইড এন্ড স্ক্রিন মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ ট্যানারি এসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ ফিনিশড লেদার লেদারগুডস এন্ড ফুটওয়্যার এঙপোর্ট এসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা এক হয়ে এই দাম নির্ধারণ করেন। জানা গেছে, এবার স্কয়ার ফিট অনুযায়ী কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে লক্ষ্মীপুর জেলায় প্রতি বর্গফুট ৭৫-৮০ টাকা মূল্যে কেনবে চামড়া ব্যবসায়ীরা। খাসির চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ এবং ছাগলের চামড়া ৪০-৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এবারের কোরবানির ঈদে ৩০ লাখ গরু ও মহিষের চামড়া এবং ৪০ লাখ ছাগল ও ভেড়ার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ হাইড এন্ড স্ক্রিন মার্চেন্ট এসোসিয়েশন। গত বছর কোরবানিতে পশুর চামড়ার দাম নির্ধারণ না করায় ফড়িয়া, পোস্তা এবং ট্যানারি মালিকের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। দাম নির্ধারণের ফলে এবার এ সংকট নিরসন হবে।
0Share