লক্ষ্মীপুর : রামগঞ্জে অজ্ঞাত রোগে গত ১২ দিনে ৪০টি গরু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার জগৎপুর গ্রামের আনোয়ার কবির বাচ্চুর মালিকানাধীন এ্যামি ডেইরি ফার্মে গরু মৃত্যুর এ ঘটনা ঘটে।
নোয়াখালী ও ফেনী থেকে আসা বিশেষজ্ঞরা সরেজমিনে তদন্ত করে জানিয়েছেন, গরু মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বেশ কয়েকটি গরু বর্তমানে রোগাক্রান্ত অবস্থায় রয়েছে।
এতে করে কোটি কোটি টাকা বিনিয়োগ করে খামারের মালিকেরা পথে বসার উপক্রম হয়েছে।
এদিকে খামারীরা অভিযোগ করে বলেন, উপজেলা পশু কর্মকর্তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না তারা।
এ্যামি ডেইরি ফার্মের মালিক আনোয়ার হোসেন জানান, অজ্ঞাত রোগ না নাশকতা সে বিষয়ে এখনো আমরা বলতে পারছি না। গরুর খাবার, মলমূত্র ঢাকায় পাঠানো হয়েছে রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, শনিবার রাতে হঠাৎ করে খামারের পাঁচটি বিদেশি উন্নত জাতের গরু ফ্লোরে পড়ে গিয়ে মুুহূর্তেই মারা যায়। রোগ শনাক্ত করতে না পারায় প্রতিদিনই মৃত গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত ৪০টি গরু মারা গেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরো জানান, খামারটিতে প্রায় তার সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। খামারে মড়ক লাগার কারণে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।
রামগঞ্জ উপজেলা মিল্ক ভিটার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, এখন পর্যন্ত রোগ নির্ণয় করতে না পারায় কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, আক্রান্ত গরুর ঘাস পরীক্ষা করে দেখা গেছে নাইট্রেড রোগে আক্রান্ত হয়ে গরুগুলো মারা গেছে। গরুর (ঘাস)-এর সঙ্গে বিষক্রিয়ার ফলে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
0Share