রামগঞ্জ: রামগঞ্জ উপজেলার অ্যামি ডেইরি ফার্মে ঘাসে বিষক্রিয়ায় সপ্তাহ ব্যবধানে প্রায় অর্ধশত গরু মারা গেছে। মৃত গরুর ময়নাতদন্ত এবং ঘাস ও মলমূত্র পরীক্ষা করে বৈজ্ঞানিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
রামগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকির হোসেন মোবাইলফোনে জানান, চট্রগ্রাম, ফেনী, নোয়াখালীর প্রাণী বিশেষজ্ঞ টিম লিখিতভাবে জানিয়েছেন, প্রাকৃতিক কারণে অথবা অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগে ঘাসে বিষক্রিয়া হতে পারে। ঘাসে সার দেয়ার পরপরই গরুকে তা খাওয়ালেও এ বিষক্রিয়া হতে পারে।
প্রসঙ্গত, ২২ জানয়ারি সন্ধ্যায় প্রাণিসম্পদ বিভাগের আঞ্চলিক কার্যালয় ফেনীর রোগ অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পরিদর্শন ওই কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নরুল আমিনসহ ৩টি বিশেষজ্ঞ টিম।
0Share