নিজস্ব প্রতিবেদক : কমলনগরের মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার লুধূয়া বাজারে
সর্বস্তরের জনতা এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে ফলকন উচ্চ বিদ্যালয়, সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা ও ফয়েজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও লুধূয়া বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
পরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ীমী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন, ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের, সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিব উল্যা বাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবিহা সুলতানা বাণি, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন বাঘা, লুধূয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুর নবী বাঘা, ইউপি সদস্য মো. শাহজাহান ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, কমলনগরের লুধূয়া বাজার, ফলকন উচ্চ বিদ্যালয়, সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা ও ফয়েজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরকারি-বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান এখন মেঘনা নদীর ভাঙনের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে নদী দ্রুত ড্রেজিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে আসছেন স্থানীয়ারা।
0Share