কমলনগর প্রতিনিধি: কমলনগর ও রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙনরোধে ১শ ৯৮ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর চট্রগ্রাম বিভাগীয় ১৯ ব্যাটালিয়নের
ইঞ্জিনিয়ারিং কোর এ বাঁধ নির্মাণ করছে। শনিবার বিকেলে রামগতি উপজেলা কমপ্লেক্সের সামনে কাজের উদ্ধোধন করেন লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ও চট্রগ্রাম বিভাগের ১৯ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কোরের লে. কর্নেল তানভির, প্রকল্প কর্মকর্তা মেজর সরদার ইকবাল হোসেন, রামগতি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল প্রমুখ।
সংশ্লিষ্টরা জানায়, মেঘনা নদীর ভাঙনরোধে রামগতি-কমলনগর পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকায় ১৩’শ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করে একনেক। সম্প্রতি ওই প্রকল্পের সাড়ে ৫ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের জন্য ১শ’ ৯৮কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পর্যায়ক্রমে ৩৭ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন করতে সময় লাগবে পাঁচ বছর।
0Share