নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের দৃষ্টি প্রতিবন্ধি (অন্ধ) সাহাব উদ্দিন এবার জরাজীর্ণ কুঁড়ো ঘর ছেড়ে টিনে ঘরে থাকবে। আর নতুন এ টিনের ঘরটি নির্মাণ করে দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন আদর্শ ফাউন্ডেশন। নতুন ঘর পেয়ে সাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে উঠেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নব-নির্মিত ঘরে ফিতা কেটে ঘরে প্রবেশ করেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, শাকচর ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সাগর।
জানা যায়, সম্প্রতি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর নাছিরা চরে দৃষ্টি প্রতিবন্ধি সাহাব উদ্দিন জরাজীর্ণ ঘরে বসে আসছে। অন্ধ চোখ নিয়ে ভিক্ষা করে পরিবার-পরিজন নিয়ে কোনরকম মানবেতর জীবন-যাপন করছেন তিনি। সম্প্রতি এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। পরে আদর্শ ফাউন্ডেশনের সদস্যরা সরেজমিনে গিয়ে নতুন ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেয়।
প্রায় ৪০ হাজার টাকা ব্যয় করে আদর্শ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহাব উদ্দিনকে নতুন ঘর নির্মান করে দেওয়া হয়। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ ফাউন্ডেশন অসহায়দের জন্য কাজ করে মানবতার পরিচয় দিয়েছে। প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন এভাবে কাজ করে অবহেলিত মানুষের পাশে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।
0Share