নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরে মেঘনার ভাঙনের ক্ষত বিপন্ন করেছে এখানের শিশুদের। এসব শিশুদের নতুন পোশাকে ঈদ উপহার দিতে উদ্যোগ নিয়েছে সবুজ উপকূলের সবুজ যোদ্ধাদের সংগঠন “আলোকযাত্রা-কোস্টাল ইয়ুথ নেটওর্য়াক”-লক্ষ্মীপুর টিম। মেঘনার ভাঙন কবলিত শিশুদের পাশাপাশি ঈদবস্ত্র পাবে দ্বীপ- চরাঞ্চলের হতদরিদ্র, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত পথশিশুরাও। গতবছর থেকে মেঘনাপাড়ের শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণের উদ্যোগ নেন “আলোকযাত্রা-কোস্টাল ইয়ুথ নেটওর্য়াক” লক্ষ্মীপুরের টিম লিডার ও কলেজ পড়ুয়া জুনাইদ আল হাবিব। তিনি বলেন, “কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও মেঘনাপাড়, দ্বীপ-চরাঞ্চলের শিশুদের মুখে হাসি ফুটানোর চিন্তাটা মাথায় এসেছে।
আমি এসব অঞ্চলে ঘুরলে শিশুদের অস্বাভাবিক জীবন উপলব্দি করি। যারা সব সময় জামা- কাপড়, বাসস্থান, চিকিৎসা, পড়াশুনা ইত্যাদি সঙ্কটে দিন পার করে। তাদের ভাগ্যে কী ঈদেও নতুন পোশাক মিলতে পারেনা? বিচ্ছিন্নভাবে বা প্রয়োজনীয় উদ্যোগের অভাবে অনেকেই এসব শিশুদের পাশে দাঁড়াতে পারেন না। সে কথা ভেবেই আমরা উদ্যোগ নিয়েছি, গতবছরের মতো। এবার কার্যক্রম অনেক বিস্তৃত পরিসরে হাতে নিয়েছি। গতবছর কেবল মেঘনাপাড়ের শিশুরা ঈদবস্ত্র।
এবার সবার সহযোগিতা পেলে দ্বীপ-চরের শিশুদের মাঝেও ঈদবস্ত্র বিতরণ করবো।”
সাহায্য পাঠানোর ঠিকানা জানিয়ে তিনি বলেন, “01788880970(বিকাশ পার্সোনাল), অথবা 015160419486 (রকেট পার্সোনাল) একাউন্টে দেশ-বিদেশ থেকে যে কেউ আমাদের কার্যক্রমে সাহায্য পাঠাতে পারেন। আশাকরি, ঈদের আগেই ওরা ঈদ করবে সবার সহযোগিতায়।” টাকা পাঠাতে হবে ২০ রমজান রাত ১২টার মধ্যে।
0Share