সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ছবি না তুলেই রামগতি-কমলনগরের ৪শ কর্মহীন মানুষকে খাদ্য দিল ‘স্বপ্ন নিয়ে’

ছবি না তুলেই রামগতি-কমলনগরের ৪শ কর্মহীন মানুষকে খাদ্য দিল ‘স্বপ্ন নিয়ে’

ছবি না তুলেই রামগতি-কমলনগরের ৪শ কর্মহীন মানুষকে খাদ্য দিল ‘স্বপ্ন নিয়ে’

করোনা ভাইরাসের সময়কালে ঘরে বন্দী কর্মহীন ৪শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিল সামাজিক সংগঠন “স্বপ্ন নিয়ে”। ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর উপজেলার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয় সংগঠনের স্বেচ্ছাসেবিরা।

সহায়তা দেয়ার সময় কোন ধরনের ছবি তোলা সংগঠনের পক্ষ থেকে নিষেধ ছিল। এ সংগঠনের সহায়তা প্রাপ্ত কমলনগরের উত্তর চর লরেঞ্চ গ্রামের জুতা সেলাইয়ের কাজ করা এক কর্মজীবি জানান,  গত কয়েক দিন কোন কাজ নেই। অনেক কষ্টের মাঝে এ সহায়তা  অবিশ্বাস্য।

খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল, মুসর ডাল, সয়াবিন তেল, পেয়াঁজ এবং সাবান।

অন্যদিকে সংগঠনটি এর আগে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ জন ডাক্তারের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করে।

স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন , মহামারির এ সময়ে কর্মহীন মানুষের জন্য আমাদের এ সামান্য সহায়তা তাদের জন্য বড় কিছু হতে পারে। তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এছাড়াও রামগতি-কমলনগরের সাধারনের জন্য ৪টি হ্যান্ড ওয়াশ ব্লক স্থাপন, মাস্ক , হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ সামগ্রী , লিফলেট বিতরণ, স্প্রে এর মাধ্যমে জীবানুনাশক ছিটানো, দোকানের সামনে দূরত্ব চিহ্ন, বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিং ও সাবান বিতরণ , বিভিন্ন স্থানে ব্যানার স্থাপনসহ নানা কাজ করছে স্বপ্ন নিয়ে।

স্বপ্ন নিয়ের কার্যক্রমে সহায়তা করতে চাইলে অনুদান পাঠনোর ফোন নাম্বার গুলো:

বিকাশ(Personal)- 019 2623 5538
বিকাশ (Personal)- 016 8693 7962
রকেট(Personal)- 01784399868

মানবিকতা আরও সংবাদ

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com