লক্ষ্মীপুরের কমলনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার মেঘনা তীরবর্তী চরকালকিনি, সাহেবেরহাট, চরফলকন ও পাটারীরহাট ইউনিয়নের আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েফ উল্যাহ, সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের, চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ও পাটারীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই সময় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবণ ও নুডলস বিতরণ করা হয়।
ঘূর্ণিঝড় আম্পানে চর ফলকন, সাহেবেরহাট, পাটারীরহাট, চর কালকিনি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ্য ঘর পরিদর্শন করেন মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষ্মীপুর। এ সময় ক্ষতিগ্রস্থ্য চাল ও শুকনা খারাব বিতরণ করেন
0Share