যুক্তরাজ্য ভিত্তিক সংগঠক লক্ষ্মীপুর সোসাইটি ইউকে’র উদ্যোগে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত পরিচ্ছন্নতা কর্মী ও উপজেলার নদী ভাঙ্গা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. আবু তাহের।
উলেখ্য যে লক্ষ্মীপুর সোসাইটি ইউকের সভাপতি আবু নাছের শেখ, সহ সভাপতি মাহে আলম চৌধুরী, সহসভাপতি মুজাহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, এবং সাইফুল ইসলাম, ইমতিয়াজ এনাম তানিম, সাইফুল ইসলাম মিরাজ সহ যুক্তরাজ্য বসবাসরত সংগঠনটির সকল নেতা কর্মী সার্বজনীন সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে জন্য দীর্ঘদিন কাজ করে আসছে।
ইতিমধ্যে লক্ষ্মীপুর সোসাইটি ইউকে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দিয়ে আসছে।
এই বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি আবু নাছের শেখ জানান, করোনা ভাইরাসের প্রভাবে সারা পৃথিবী আজ কর্মহীন হয়ে পড়েছে। তাই আমরা যুক্তরাজ্যে বসবাসরত লক্ষ্মীপুরের সকলের সমন্বিত উদ্যোগে মানুষের পাশে দাঁড়াবার উদ্যোগ গ্রহন করি। ইতিমধ্যে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় ত্রান বিতরণ কাজ সম্পূর্ণ করেছি।
0Share