মাত্র ২০ টাকায় ঈদের জন্য প্রয়োজনীয় খাদ্য লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়োদুধ, নুডুলস, কিসমিস, আটাসহ ৬ রকমের খাদ্য সামগ্রী দিল রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি)। ২০ টাকায় ঈদ উপহার প্রকল্পের মাধ্যমে ২শ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২০ টাকায় সমাজের নিম্ন শ্রেনীর মানুষের পাশে দাঁড়ানোর এই এই উদ্যোগে অংশগ্রহণ করেছে সর্বস্তরের মানুষ। “২০ টাকায় ঈদ উপহার” উদ্যোগ হতে প্রাপ্ত অনুদানগুলো অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে আরএসসিডির স্বেচ্ছাসেবকগণ।
রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকার সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সুফিয়ান জানান,
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদের এ সংগঠনটি ব্যতিক্রম এ উদ্যোগ নিয়েছে। ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছানো হয়েছে। তিনি আরো জানান, ইতিপূর্বে সংগঠনটি প্রায় ২ শতাধিক পরিবারের নিকট খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।
এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবকগণ রামগতি পৌরসভা, সকল ইউনিয়ন এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, মসজিদ, মন্দির রাস্তাঘাটে জীবানুনাশক ওষুধ ছিটিয়েছে। মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও হেড ক্যাপ বিতরণ করেছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনকল্যাণকর ব্যানার স্থাপন ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
সভাপতি সাজ্জাদ বাপ্পি জানান,
আরএসসিডি বিগত সাত বছর রামগতির সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে। আগামীদিনেও শিক্ষার্থীদের পাশাপাশি রামগতির সাধারণ মানুষের জন্য কল্যাণকর কার্যক্রম অব্যাহত রাখবে।
0Share