লক্ষ্মীপুরের কমলনগরে দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক ফরিদ আহমেদের পরিবারের মাঝে অনুদান হস্তান্তর করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ফরিদ আহমেদ স্মৃতি ফাউন্ডেশন। বুধবার(২৭মে) সকালে ওই স্কুলে আয়োজিত এক স্মরণ সভা শেষে তাঁর পরিবারের মাঝে অনুদান হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, স্কুলের বিদ্যুৎসাহী ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আহমেদ উল্লাহ সবুজ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ, পশ্চিম চর লরেন্স বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হারুনুর রশিদ ডিলার, স্কুলের সহকারী শিক্ষক নুর নবী চৌধুরী, আবদুর রহিম, প্রাক্তন শিক্ষার্থী বেলায়েত হোসেন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কমলনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকিব হোসেন সোহেল। গত ৬মে দিবাগত রাত সাড়ে ১২টায় স্ট্রোক করে মারা যান স্কুলেরই প্রধান শিক্ষক ফরিদ আহমেদ। তারপর ইঞ্জিনিয়ার আহমেদ উল্লাহ সবুজ ও রাকিব হোসেন সোহেলের উদ্যোগে অনুদান সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। পাশাপাশি প্রয়াত শিক্ষক ফরিদ আহমেদের পরিবারের পাশে থাকার জন্য ফরিদ আহমেদ স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষক ফরিদ আহমেদের স্ত্রী, এক ছেলে ও দু’মেয়ে।
অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
0Share