লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙন রোধে স্থানীয় যুবকদের উদ্যোগে জঙ্গলাবাঁধ নির্মাণে ২লাখ টাকা অনুদান দিয়েছেন স্থানীয় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ মেজর (অবঃ) আবদুল মান্নান। শুক্রবার (১০ জুলাই) দুপুরে জঙ্গলাবাঁধ নির্মাণের উদ্যোক্তাদের মাঝে এ অনুদান হস্তান্তর করেন এমপি প্রতিনিধি,উপজেলা আ’লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার ও উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. রাকিব হোসেন সোহেল, বাঁধ নির্মাণের উদ্যোক্তা জসিম উদ্দিন, আবু তৈয়ব সবুজ, নোমান হাওলাদার, মো. আরিফ ও নুরুল আমিন পাটওয়ারী প্রমুখ।
জানা গেছে, নদী ভাঙনে বিলীন হয়ে গেছে রামগতি ও কমলগরের সরকারি-বেসরকারি বহু স্থাপনা। গত ২৭ বছরে প্রায় ২০ কিলোমিটার এলাকা নদী গর্ভে তলিয়ে গেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন থেকে রামগতি পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার নদী ভাঙন কবলিত এলাকা। এরই মধ্যে ৫ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ থাকলেও বাকি ৩২ কিলোমিটার এলাকা অরক্ষিত রয়েছে। স্থায়ীভাবে নদীর তীর রক্ষায় বাঁধ দ্রুত স্থাপন করা না গেলে কমলনগরসহ জেলার বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
এ দিকে ভাঙন থেকে কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জ বাজার রক্ষায় যুব সমাজের উদ্যোগে প্রায় ১ হাজার ফুট জঙ্গলা বাঁধ নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সহযোগিতা অব্যাহত থাকলে ৩কিলোমিটার ব্যাপী এ জঙ্গলাবাঁধ নির্মাণ করবেন তারা৷
0Share