সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন নিয়ে “। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রামগতি- কমলনগরের দশ জন গরিব নারীকে সেলাই মেশিন প্রদান করলো “স্বপ্ন নিয়ে “। স্বপ্ন নিয়ে এর স্বাবলম্বী প্রকল্পের মাধমে যাকাতের টাকা থেকে নারীদের স্বাবলম্বী করতে এই সেলাই মেশিন প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলো, ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (পরিকল্পনা) আরাফাত হোসেন , সমন্বয়ক ( ব্লাড) নোমান সিদ্দিক, সদস্য রায়হান আহমেদ ও ইলিয়াছ হোসেন । স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলে স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে স্বপ্ন নিয়ে যাকাতের অর্থ সঠিক ভাবে বন্টন নিশ্চিত করে এবং অতিদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য কাজ করছে।
আপনারা যারা আমাদের হাতে যাকাত ফান্ড তুলে দিচ্ছেন। আপনাদের টাকায় হচ্ছে প্রান্তিক কৃষকের বীজতলা, অসহায় বৃদ্ধের নতুন দোকান, প্রশিক্ষিত নারীর সেলাই মেশিন, মফঃস্বলের রিক্সা কিংবা দরিদ্র পরিবারের গবাদি পশু। উল্লেখ্য তিনজন প্রখ্যাত আলেমের নেতৃত্বে “স্বপ্ন নিয়ে” যাকাত কার্যক্রম পরিচালনা করে ।
0Share