করোনা ভাইরাস বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের ফলে লক্ষ্মীপুর সদর উপজেলার সাতটি ইউনিয়নে সাড়ে তিন হাজার ক্ষতিগ্রস্থরা পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুমসহ ৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়ান ক্বারীসহ আরো অনেকে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সদর উপজেলার ৭টি ইউনিয়নের সাড়ে তিন হাজার ক্ষতিগ্রস্থদের মাঝে এ উপহার সামগ্রী দেয়া হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, দালালবাজার, চররুহিতা, শাকচর, টুমচর ও চররমনীমোহন ইউনিয়ন পরিষদ এলাকায় স্বাস্থ্যবিধি মেনে প্রতি ইউনিয়নে ৫০০ জনের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার তুলে দেন, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সংসদ সদস্য নয়ন বলেন,
এই মহামারি দুর্যোগে লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্থ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বসে উপহার সামগ্রী পাঠিয়েছেন। এসময় ক্ষতিগ্রস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এই সাংসদ। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
0Share