কাউকে অনাহারে অর্ধাহারে থাকতে হবে না, দলমত নির্বিশেষে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পর্যায়ক্রমে সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য ও নগদ সহায়তা পৌঁছে দেয়া হবে। বুধবার সকালে সদর উপজেলার পার্বতীগর ও বশিকপুর ইউনিয়নের প্রায় এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ ও বশিকপুর পুলিশ ফাঁড়ির নির্মানাধীণ ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরে থাকার পরামর্শ দিয়ে এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন আরো বলেন,
মাদক ও সন্ত্রাসী যেই দলের হোক না কেন এবিষয়ে কোন ছাড় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালিন সময়েও যেভাবে উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি জনগণের জন্য উপহার সামগ্রী, খাদ্য সহায়তা দিচ্ছেন এজন্য সকলে মিলে কাজ করার পরামর্শ দেন এই সাংসদ।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান এ্যাড. রহমত উল্ল্যাহ বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, পার্বতীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন আ’লীগ সভাপতি বাবু শ্যামল মজুমদার, বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম জেহাদী, ইউনিয়ন আ’লীগ সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গির আলম, বশিকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল হুদা বকুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়ান ক্বারীসহ দুই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। এদিকে করোনা ঝুঁকি নিয়েও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন করোনা ভাইরাস বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের ফলে প্রায় ২০ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্থদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার তুলে দেন। এতে আবেগআপ্লুত হয়ে পড়তে দেখা গেছে সংসদীয় আসনের নারী-পুরুষদের। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
0Share