সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরে কবর সমস্যার সংবাদ প্রকাশের পর: আইজিপির পক্ষ থেকে উপহার

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরে কবর সমস্যার সংবাদ প্রকাশের পর: আইজিপির পক্ষ থেকে উপহার

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরে কবর সমস্যার সংবাদ প্রকাশের পর: আইজিপির পক্ষ থেকে উপহার

লক্ষ্মীপুরের নদী ভাঙা মানুষের জন্য নির্মিত একটি কবর ও মসজিদের নাম ফলক উম্মোচনের পর এক মতবিনিময় সভায় বক্তব্য রাখলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ। মঙ্গলবার দুপরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকার চর মনসা গ্রামে ভূমিহীনদের জন্য নির্মিত গণকবর ও মসজিদের ফলক উম্মেচন ও মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ।

গত বছর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীপুরের নদী ভাঙা ভূমিহীনদের কবর সমস্যা নিয়ে লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুর২৪ এ একটি খবর প্রকাশিত হলে তা নজরে আসে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি ড.বেনজীর আহমেদের।

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ওই খবর দেখার পরে পুলিশের আইজিপির পরামর্শ ও নিদের্শে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের নেতৃত্বের একটি কবর নির্মাণের জন্য সাড়ে উনত্রিশ শতক জমি কিনে সেখানে বাউন্ডারি করে কবরটি প্রস্তুত করা হয়। কবরের পাশে স্থানীয়দের জন্য একটি মসজিদ, লাশ গোসল দেয়ার জায়গা তৈরি করা হয়। কবরে আসা যাওয়ার জন্য রাস্তাটিও পাকা করে দেয়া হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাকের সভানেত্রী জিসান মীর্জা। বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর২৪ ও দ্য বিজনেস স্ট্যার্ন্ডাডের লক্ষ্মীপুর প্রতিনিধি সানা উল্লাহ সানু এবং ভূমিহীন যুবক আবদুর রহমান। এসময় পুলিশ সদর দপ্তর এবং চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। পরে ভূমিহীন আ. রহমানের হাতে গণকবর ও মসজিদের দলিল হস্তান্তর করা হয়।

মানবিকতা আরও সংবাদ

ঈদের ছুটি শেষে লক্ষ্মীপুর থেকে ঢাকায় রওয়ানার পর গার্মেন্টস কর্মী আনোয়ার নিখোঁজ

উপকূলীয় এলাকার  ৫শ প্রবীণকে নির্ভরতার লাঠি উপহার দিল “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এ নিখোঁজ সংবাদ প্রচার করতে করণীয়

সড়ক সংস্কার কাজের উদ্বোধন

কমলনগরে তরুণ ও প্রবাসীদের উদ্যেগে ঈদ উপহার বিতরণ

রামগতির সহায় সম্বলহীনদের মাঝে এসডিএফ’র অনুদান প্রদান

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com