লক্ষ্মীপুরের নদী ভাঙা মানুষের জন্য নির্মিত একটি কবর ও মসজিদের নাম ফলক উম্মোচনের পর এক মতবিনিময় সভায় বক্তব্য রাখলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ। মঙ্গলবার দুপরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকার চর মনসা গ্রামে ভূমিহীনদের জন্য নির্মিত গণকবর ও মসজিদের ফলক উম্মেচন ও মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ।
গত বছর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীপুরের নদী ভাঙা ভূমিহীনদের কবর সমস্যা নিয়ে লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুর২৪ এ একটি খবর প্রকাশিত হলে তা নজরে আসে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি ড.বেনজীর আহমেদের।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ওই খবর দেখার পরে পুলিশের আইজিপির পরামর্শ ও নিদের্শে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের নেতৃত্বের একটি কবর নির্মাণের জন্য সাড়ে উনত্রিশ শতক জমি কিনে সেখানে বাউন্ডারি করে কবরটি প্রস্তুত করা হয়। কবরের পাশে স্থানীয়দের জন্য একটি মসজিদ, লাশ গোসল দেয়ার জায়গা তৈরি করা হয়। কবরে আসা যাওয়ার জন্য রাস্তাটিও পাকা করে দেয়া হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাকের সভানেত্রী জিসান মীর্জা। বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর২৪ ও দ্য বিজনেস স্ট্যার্ন্ডাডের লক্ষ্মীপুর প্রতিনিধি সানা উল্লাহ সানু এবং ভূমিহীন যুবক আবদুর রহমান। এসময় পুলিশ সদর দপ্তর এবং চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। পরে ভূমিহীন আ. রহমানের হাতে গণকবর ও মসজিদের দলিল হস্তান্তর করা হয়।
0Share