“হোক না সমান্য তবু করি পণ, হাসি খুশি সাজাবো জীবন” এ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় রহমানিয়া ফাউন্ডেশান। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর গ্রামে হাবিবপুর রহমানিয়া নূরাণী হাফেজী মাদ্রাসায় পাঁচ শতাধিক শীতার্তের মাঝে ওই ফাউন্ডেশানের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির সভাপতি মেহেদী হাসান মুন্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পি.পি. অ্যাডভোকেট জসিম উদ্দিন।
উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাসুম মোল্লা, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও মাদ্রাসা প্রধান মাওলানা আরিফ হোসেনসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, এ ফাউন্ডেশানের উদ্যোগে ইতিপূর্বে ৫২টি ঘর অসহায়দের করে দেয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসাসহ যেকোন কাজে আর্তমানবতার সেবায় এ ফাউন্ডেশানটি কাজ করে যাবে। এসময় ওই এলাকার মরহুম আবু তৈয়ব মাষ্টারসহ গুণি ব্যক্তিদের নানা উদ্যোগের কথা তুলে ধরেন বক্তারা। পরে ওই এলাকার পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।
ড্রীম ইয়ুথ ফাউন্ডেশন: এদিকে কমলনগরে ড্রীম ইয়ুথ ডেভেপমেন্ট ফাউন্ডেশন লক্ষ্মপুর শাখার উদ্যোগে কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবদিন, বর্তমান প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ, সহপ্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম এবং ড্রীম ইয়ুথ ডেভেপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ওমর ফারুক প্রমূখ।
0Share