রবিবার (২০ মার্চ) থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ডে’ সাশ্রয়ী মূল্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসছে রমজানকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সব জায়গায় এ কার্যক্রম পরিচালনা করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা টিসিবি।
রবিবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে উপজেলা ব্যাপী এ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। শনিবার বিকেলে উপজেলা প্রাঙ্গনে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রথম দিন তোরাবগঞ্জের ১৫শ পরিবারের প্রতি পরিবারে ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে। পুরো উপজেলার ২৫ হাজার ৩শ ৬২টি পরিবারে রমজান ব্যাপি এ কার্যক্রম চলবে।
প্রেস ব্রিফিংয়ে উপজেলার কোন ইউনিয়নে কত জন এবং কোথায় তা বিক্রি হবে তা জানানো হয়েছে। যার মধ্যে,
তোরাবগঞ্জে পাবেন ২৯শ জন, চর কালকিনিতে ২৪শ ৫০ জন, সাহেবেরেহাটে ২৪শ জন, চর লরেঞ্চে ২৯শ জন, চর মার্টিনে ২৬শ জন, চর ফলকনে ২৫শ ৫০ জন, পাটারীরহাটে ২৬শ ৬২ জন, হাজিরহাটে ৩৪শ ৫০ জন এ চর কাদিরায় ৩৪শ ৫০ জন ।
এ কাজে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। সুবিধাভোগী পরিবার নির্বাচিত করতে সরকারের সামাজিক বলয়ের আওতায় থাকা নিম্ন আয়ের মানুষের তালিকার বাইরেও নানা বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
টিসিবি জানায়, ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম পর্বে এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল বিক্রি করা হবে।
দ্বিতীয় ধাপে ৩ এপ্রিল থেকে এসব পণ্যের সঙ্গে ৫০ টাকা কেজি দরে দুই কেজি ছোলা যুক্ত হবে।
জানা গেছে, একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় এসব পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।
0Share