বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকায় ফিশিং ট্রলারে অগ্নিদগ্ধ্ হয়ে নিহত লক্ষ্মীপুরের রামগতির সাত পরিবারসহ ১৫ পরিবারে ২টি করে মোট ৩০টি ছাগল দিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘স্বপ্ন নিয়”। রবিবার রামগতি উপজেলার চর গাজীসহ উপজেলার বিভিন্ন এলাকায় ছাগল গুলো বিতরণ করা হয়। দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার অংশ হিসেবে সেচ্ছাসেবি সংগঠন ‘স্বপ্ন নিয়” এবার ৩০টি ছাগল বিতরণ করেছে।
৩০টি ছাগল কিনতে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, নারায়ণগঞ্জ জেলার কানাডিয়ান প্রবাসী বশির উদ্দিন, মালেশিয়ান প্রবাসী শামজেদুল, হংকং প্রবাসী নয়ন এবং পাপ্পুসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন, ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (স্বাস্থ্য) আরাফাত হোসেন, সমন্বয়ক ( স্বপ্ন নিয়ে ব্লাড ব্যাংক) নোমান সিদ্দিক, সহকারী পরিচালক( প্রসাশন) আমিনুল ইসলাম আরিফ, সহকারী পরিচালক ( আইটি) সায়েদ ইফতেখার হৃদয়, আল আমিনসহ অন্যান্যরা ।
এদিকে কমলনগর উপজেলার উত্তর চর লরেঞ্চ গ্রামের দরিদ্র ও ঋণগ্রস্থ ব্যক্তি মোঃ রফিক উল্লাহকে নতুন একটি ঘর উপহার দিয়েছে স্বপ্ন নিয়ে। সোমবার বিকেলে তাকে ঘরটি হস্তান্তর করা হবে।
‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, ‘আমাদের চারপাশে নানাভাবে অসহায় বহু মানুষ রয়েছে। আমাদের সবার যার যার সামর্থ্য অনুযায়ী এসব মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। সামান্য সহযোগিতা পেলে তাদের জীবনযাপন আরও সহজ ও সুন্দর হয়। “স্বপ্ন নিয়ে” এমন উদ্যোগ নিয়ে সমাজের প্রতিষ্ঠিত মানবিক মানুষদের সহযোগিতা নিয়ে দরিদ্র মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। তিনি আরো জানান, এ উদ্যোগকে বাস্তবায়ন করতে যাঁরা আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
প্রসঙ্গত: ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি মাসে কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ‘রহস্যময়’ এক বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৭ জন জেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ ১২ জনসহ ২১ জেলে আহত হয়েছেন। মৃত ও আহত জেলেদের বাড়ি লক্ষ্মীপুর জেলা শহর থেকে ৮৫ কিলোমিটার দূরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চর লক্ষ্মী ও চর রমিজ ইউনিয়নের চর গোসাই গ্রামে। পরে অসহায় জেলেদের চিকিৎসার জন্য যাবতীয় সহযোগিতা করে বেসরকারি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘স্বপ্ন নিয়”।
0Share