প্রতিনিধি : বৃহস্পতিবার চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসি মোক্তার হোসেনের সাথে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাত ৮টায় নবাগত ওসি প্রেসক্লাবে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা। পরে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাষ্টার কাজী মোস্তফা কাজল, রয়েল হসপিটালের চেয়ারম্যান ডা. মো. সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মনজু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জামসেদ হিমেল, প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু, সিনিয়র সদস্য কাজী মাকছুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য রাকিব হোসেন আপ্র, সদস্য মনির হোসাইন, রফিকুল ইসলাম রাজুসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় নবাগত ওসি বলেন, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স বজায় রাখবে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। তিনি বলেন, বিশেষ করে মাদক এবং চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে। এ ব্যাাপারে কারো সাথে আপোষ করা হবেনা। এ সময় নবাগত ওসি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তৃতায় সাংবাদিক আলী হোসেন বলেন, মাদকের অবাধ বিস্তার রোধে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী যেই হোক কাউকে ন্যুনতম ছাড় দেওয়ার সুযোগ নেই। সাংবাদিকদের পেশাগত কাজে নবাগত ওসি মোক্তার হোসেনসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
0Share