লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য লক্ষ্মীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত ব্যক্তিদের জীবনী এবং জেলার সব রকমের তথ্য নিয়ে প্রকাশিত “লক্ষ্মীপুর ডায়েরি’ নামের গ্রন্থটি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৪জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেলের নিকট গ্রন্থটি হস্তান্তর করেন এর সম্পাদক সানা উল্লাহ সানু। এ সময় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে ঈসমাইল হোসেন জবু, আতাউর রহমান মনির, আনিস কবির, সাইফুল ইসলাম জুয়েল, নাজিম উদ্দিন রানা, রাজিব হোসেন রাজু উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৮ সালের ২৭ অক্টোবর তারিখে ঢাকার কাটাবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘লক্ষ্মীপুর ডায়েরি’র মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. এস. এম মাকসুদ কামাল।
গ্রন্থ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত ব্যক্তিদের জীবনী এবং জেলার সব রকমের তথ্য নিয়ে প্রকাশিত ৬শ ২৪ পৃষ্ঠার “লক্ষ্মীপুর ডায়েরি’ গ্রন্থটি এ যাবতকালে লক্ষ্মীপুর ভিত্তিক সর্ববৃহৎ প্রকাশনা হিসেবে সর্বস্তরের পাঠকদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন সানা উল্লাহ সানু। লক্ষ্মীপুরের অনলাইন সংবাদপত্র লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের উদ্যোগে গ্রন্থটি প্রকাশ করেছে উপকূল প্রকাশন।
আগামি মার্চ মাস থেকে এ গ্রন্থটির ২য় সংস্করণের জন্য তথ্য সংগ্রহ শুরু করা হবে বলে জানিয়েছেন এর সম্পাদক।
ঢাকা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন লাইব্রেরীসহ অনলাইনে রকমারি থেকে বইটি কেনা যাচ্ছে।
0Share