‘প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের চর্চার জায়গা। এটি হল সাংবাদিকদের মিলনস্থল। এখানে কোন দ্বন্ধ সংঘাত থাকবেনা। উপকূলীয় অঞ্চলে সাংবাদিকদের মধ্যে থাকবে মধুর সম্পর্ক’। রোববার (১৭ মার্চ) রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে মতবিনিময় সভায় উপকূল বন্ধু সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু সব কথা বলেন। তিনি আরো বলেন, উপকূলীয় অঞ্চলের জন্য সাংবাদিকতা হচ্ছে একটি চ্যালেঞ্জ।
এ চ্যালেঞ্চ মোকাবেলায় সাংবাদিকদের সবসময় প্রস্তুত থাকতে হয়। বিভিন্ন সময় ঘটে যাওয়া ভয়াল ঘূর্ণিঝড়ের সংবাদ সংগ্রহে ব্যাপক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এখানকার সাংবাদিকদের।
গতানুগতিক সাংবাদিকতার বাইরে গিয়ে বিশেষ প্রতিবেদন তৈরির জন্যও চমৎকার অঞ্চল হচ্ছে উপকূলের প্রান্তিক নপদ।এছাড়াও উপকূলের বিভিন্ন তথ্যচিত্র নিয়ে বিশেষ প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরতে জেলায় কর্মরত সাংবাদিকদের কাছে আহবান জানান রফিকুল ইসলাম মন্টু।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সানা উল্লাহ সানুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক মনোয়ার রহমান বাবুল, অধ্যাপক আজিজুর রহমান আযম, আবু জাকের রাবেত, ইসমাঈল হোসেন জবু, কাজল কায়েস, সাজ্জাদুর রহমান, এবিএম নিজাম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন লিটন, মীর ফরহাদ হোসেন সুমন, জামাল উদ্দিন রাফি, মো: শাকিল, রুবেল হোসেন, রাকিব হোসেন রনি, সুমন দাস, আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন অপ্র প্রমুখ।
0Share