বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভির’ ২য় বর্ষপূর্তি। বুধবার (১১ মার্চ) সকালে লক্ষ্মীপুর আনন্দ টিভি পরিবারের আয়োজনে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়। এসময় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। কেক কাটা হয় আনন্দ টিভির ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূইয়া আজাদ ও আনন্দ টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি বি এম সাগর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটোয়ারী, নজরুল ইসলাম ভুলু, সাংবাদিক আনোয়ার রহমান বাবুল, জহির উদ্দিন, ইসমাইল হোসেন জবু, মাজহারুল আনোয়ার টিপু, নিজাম উদ্দিন, আতোয়ার রহমান মনির, জহিরুল ইসলাম শিবলু, আফজাল হোসেন সবুজ, সাজ্জাদুর রহমান ফরহাদ, হাসান মাহমুদ শাকিল, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন বাবু, সাংবাদিক কন্যা সুমাইয়া বিনতু জয়া সহ আরো অনেকে।
বক্তরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে আনন্দ টেলিভিশন। সারাদেশের সমস্যা-সম্ভাবনা, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক সংবাদ উপস্থাপনা করছে। বিশেষ করে বিনোদনের সংবাদ ও অনুষ্ঠানগুলো প্রচার করছে। ভবিষ্যতেও আনন্দ টিভি এ দ্বারা অব্যহত রাখবে বলে প্রত্যাশা করেন বক্তারা। এছাড়াও টেলিভিশনটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
0Share