সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর | কেক কেটে অনলাইন পত্রিকা ঢাকাপোস্টের উদ্বোধন করলেন মুক্তিযোদ্ধারা

লক্ষ্মীপুর | কেক কেটে অনলাইন পত্রিকা ঢাকাপোস্টের উদ্বোধন করলেন মুক্তিযোদ্ধারা

লক্ষ্মীপুর | কেক কেটে অনলাইন পত্রিকা ঢাকাপোস্টের উদ্বোধন করলেন মুক্তিযোদ্ধারা

বাংলাদেশ স্বাধীনের জন্য বঙ্গবন্ধুর জন্য মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজকে মুক্তিযোদ্ধাদের পরেই সাংবাদিকরা রয়েছেন। সন্ত্রাসমুক্ত সমাজ ও দেশ গঠনে কলমযোদ্ধারাই এখন মুক্তিযোদ্ধাদের ভূমিকা পালন করছেন। সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে তাদের কলম যেন না থামায়। দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ঢাকোপোস্ট বলিষ্ঠ ভূমিকা রাখবে। এভাবে মুক্তিযুদ্ধের স্বপেক্ষের শক্তি হয়ে জ্বলে উঠুক ঢাকাপোস্ট।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে মিলনায়তনে ঢাকাপোস্ট.কমের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন। এরআগে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বঙ্গবন্ধু মুর‌্যাল চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধারা কেক কেটে ঢাকাপোস্টের উদ্বোধন করেন।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বশির আহম্মদ, শামসুল ইসলাম চৌধুরী, তোফায়েল আহমেদ, আবু বকর ছিদ্দিক, শাহ আলম, আবদুল গফুর, আলী আকবর, কুদরত উল্যা, শহিদ উল্যা ও গোলাম হোসেন।

ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাংবাদিক কাজল কায়েস, জান্নাতুল ফেরদৌস নয়ন, সাইদুল ইসলাম পাবেল, মীর ফরহাদ হোসেন সুমন, শহিদুল ইসলাম, মামুনুর রশিদ, ড্যানি চৌধুরী শাকিক, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন, সুমন দাস, আবদুল মাজেদ সফিক, জামাল উদ্দিন বাবলু, সোহেল রানা, আলমগীর হোসেন, রাজীব হোসেন রাজু, নুর মোহাম্মদ, রাকিব হোসেন আপ্র।

বক্তব্যে সাংবাদিকরা বলেন, মূল ধারার গণমাধ্যম হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় নিরপেক্ষতা নিয়ে ঢাকাপোস্ট এগিয়ে যাবে। টগবগে তারুণ্যদের নিয়ে গড়ে উঠা ঢাকাপোস্ট মুক্তিযুদ্ধের চেতনা বহন করবে। সারাদেশের গণমানুষের গণমাধ্যম হয়ে টিকে থাকুকন ঢাকাপোস্ট।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, জেলা পরিষদের সদস্য মোশারেফ হোসেন বাঘা ও সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। এতে লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

রাজনীতিবীদরা বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান জানান দিচ্ছে ঢাকাপোস্ট ব্যতিক্রম গণমাধ্যম। উদ্বোধনী অনুষ্ঠানের মতো যেন ঢাকাপোস্ট সত্যের পক্ষে জ্বলে উঠে। আশা করি, প্রতিটি বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে গণমানুষের গণমাধ্যম হিসেবে পরিচিত পাবে ঢাকাপোস্ট।

স্বেচ্ছাসেবী সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষার প্রদীপের প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত, সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু ও সংগঠক রিয়াদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বীমা কর্মকর্তা কাজী নাঈম, ব্যবসায়ী রাকিব হোসেন, শিক্ষানবীশ আইনজীবী মো. আল-আমিন, চাকরিজীবী রুবেল হোসেন ও শিক্ষার্থী কামরুল হাসান ফাহাদ প্রমুখ।

ঢাকাপোস্টের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হাসান মাহমুদ শাকিলের সভাপতিত্ব ও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী তাঁর লেখা লক্ষ্মীপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি ঢাকাপোস্ট প্রতিনিধি হাসান মাহমুদ শাকিলকে উপহার দেন।

 

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

প্রতিষ্ঠার ১৬ বছর পর নতুন সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব

৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় পাঠাগার সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com