র্যালী, কেক কাটা ও আলোচনাসভার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে দৈনিক সময়ের আলো’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে উত্তর তেমুহনী মুজিব চত্ত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব সম্মেলন কক্ষে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপন করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান। পরে প্রেস ক্লাব হল রুমে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
পত্রিকাটির জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ,প্রেস ক্লাব সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাইদুল ইসলাম পাবেল।
এসময় উপস্থিত ছিলেন, যমুনা টিভি প্রতিনিধি আনিসুর রহমান, বাসস ও মোহনা টিভি প্রতিনিধি মামুনুর রশিদ, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও দৈনিক খবরপত্র প্রতিনিধি হাবিবুর রহমান সবুজ, দৈনিক খবর প্রতিনিধি ইসমাঈল হোসেন জবু, দৈনিক শেয়ার বিজ প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ, বণিক বার্তা প্রতিনিধি রাকিব হোসেন রনি, দৈনিক আজকালের খবর প্রতিনিধি রবিউল ইসলাম খাঁন, আমাদের অর্থনীতি প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলু, দৈনিক সবুজ জমিন সম্পাদক আফজাল হোসেন সবুজ, জেটিভি প্রতিনিধি রুবেল হোসেন, দৈনিক সময়ের আলো রামগঞ্জ প্রতিনিধি মোঃ কাউছার, কমলনগর-রামগতি উপজেলা সংবাদদাতা মোখলেছুর রহমান ধনুসহ অনেকে। এসময় পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অতিথিরা।
0Share