লক্ষ্মীপুর জেলা শহরে সংবাদপত্র সরবরাহকারী হকারদের মাঝে পেশাগত কাজে সহযোগিতার জন্য পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়েছে। এসময় করোনা সুরক্ষার জন্য তাদের মাঝে মাস্কও বিতরণ করা হয়। রবিবার (৪ এপ্রিল) সকালে জেলা শহরের রহমানিয়া প্রেসের সামনে লক্ষ্মীপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির উদ্যোগে পরিচয়পত্র বিতরণ করা হয়।
পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করেন, লক্ষ্মীপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, রহমানিয়া প্রেসের পরিচালক রাকিব হোসেনসহ পত্রিকা বিক্রেতা সংশ্লিষ্টরা।
সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, গত ২ বছর আগে নিজেদের সার্বিক কল্যাণের লক্ষ্যে শহরের পত্রিকা সরবরাহকারীদের এ সমিতি গঠন করা হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ১৬জন। ভবিষ্যতে পুরো জেলার হকারদের নিয়ে বড় সংগঠন তৈরি করা হবে বলেও জানান তিনি।
আনোয়ার আরো জানান, নিজেরা সামান্য আয়ের মানুষ হলেও গত বছর পত্রিকা বিক্রির সংকটকারে ও করোনা পরিস্থিতিতে সমিতি সদস্যদেরকে সমিতির উদ্যোগে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। হকাররাও মিডিয়ার অংশ। তাই তাদের চলাচল নির্বিঘ্ন করতে তাদের মাঝে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। তিনি হকারদেরকে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
0Share