“উপকূল সাংবাদিকতার বেসিক ধারণার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না৷ আমারা উপকূল সাংবাদিকতার বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করব৷ প্রাকৃতিক বিপদের মুখে থাকা এই দেশে উপকূল সাংবাদিকতাকে বিকশিত করার কোন বিকল্প নাই……”
খুলনা জেলার সাংবাদিকদের মাঝে উপকূল সাংবাদিকতা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনের সমাপনী বক্তৃতায় পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ শুক্রবার একথা বলেন ।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান প্রশিক্ষক ছিলেন, উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকরা, উপকূল ইস্যুতে তারা আরও সক্রিয়ভাবে প্রতিবেদন লেখায় মনযোগী হবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ৷ এই প্রশিক্ষণে খুলনা জেলার ৩০জন সাংবাদিক অংশ নেন৷
0Share