জমকালো আয়োজনে লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক নতুনচাঁদ এর ১৫তম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। শনিবার ( ৬ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
‘দৈনিক নতুন চাঁদ জননন্দিত পত্রিকা হিসেবে লক্ষ্মীপুরবাসীর হৃদয়ে বেচেঁ থাকবে। ষোল আনাই জনগণের চাহিদা পুরণে ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মের কাছে বর্তমানে মিডিয়া মডেল হচ্ছেন হোসাইন আহমদ হেলাল। সাংবাদিকদের সমস্যা নিয়ে কাজ করতে গিয়ে বহু শক্তির সাথে তাকে লড়তে হয়েছে। নেতৃত্বের নৈতিক শক্তি ও অদম্য উদ্যোগ তার মধ্যে রয়েছে।’
নতুনচাঁদ সম্পাদক হোসাইন আহমদ হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর-ই-আলম, সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, ব্যাংকার সানাউল্যাহ, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শংকর মজুমদার, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নতুনচাঁদের বার্তা সম্পাদক মো. কাউছার, দৈনিক নতুনচাঁদের সাবেক বার্তা ও নির্বাহী সম্পাদক ফেনী প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, দৈনিক নতুনচাঁদের সাবেক বার্তা ও নির্বাহী সম্পাদক, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, দৈনিক নতুনচাঁদের সাবেক উপ-সম্পাদক ও যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার ও ইনডিপেনডেন্ট টিভি নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, দৈনিক লক্ষ্মীপুর সমাচার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ। মুল প্রবন্ধ পাঠ করেন মাসিক বাংলা আওয়াজ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। সঞ্চালনা করেন রাফি নাহিদ ও যাবিন তাসনিম মুন।
এ্যাডভোকেট নয়ন এমপি আরো বলেন, তৃণমুলের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে এনে জেলার ১৮ লাখ মানুষ কোন না কোন ভাবে উপকৃত হয়, তাই সংবাদপত্র জাতির দর্পন। প্রেসক্লাবের নেতৃত্ব ও কর্মকান্ডে মত পার্থক্য দুর করে শক্তিশালী করতে পারলে তা জেলার নির্ভরতার প্রতীক হবে। এ জেলাকে ষোল আনা ভালো রাখার জন্যে সংবাদকর্মীদের দায়িত্ব রয়েছে। তিনি আরোও বলেন লক্ষ্মীপুরে এখন রাজনৈতিক সহিংসতা, জমি দখল ও অপরাধ নেই বল্লেই চলে। একটি দায়বদ্ধ সরকারের অধীনে জনগনের কাছে জবাবদিহিতা না করলে তিনি জনপ্রতিনিধি নন, স্বৈরশাসক। আসুন, সন্ত্রাস চাঁদাবাজী ও নিরাপত্তাহীনতা দুর করে সুস্থ ধারার সুন্দর লক্ষ্মীপুর গড়ে তুলি।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন নতুন চাঁদ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। নতুন চাঁদ সম্পাদক প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। সবশেষে কুষ্টিয়ার সংগীত দল মনোজ্ঞ লালন সংগীত পরিবেশন করেন।
0Share